এইদিন ওয়েবডেস্ক,দুর্গাপুর(পশ্চিম বর্ধমান),১৫ ফেব্রুয়ারী : প্রেম দিবস উপলক্ষে বোনের বন্ধুদের সঙ্গে তিনি বাঁকুড়ার শালতোড়ার বিহারীনাথ পাহাড়ে ঘুরতে গিয়ে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের এক তরুনী গনধর্ষণের শিকার হন বলে অভিযোগ । চারজন মিলে তার উপর পাশবিক অত্যাচার চালায় । চার অভিযুক্তই পলাতক ৷ এদিকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা তরুনী । আজ শনিবার হাসপাতালে তরুনীর সঙ্গে কথা বলতে গিয়ে নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ দুর্গাপুর পশ্চিম (পশ্চিম বর্ধমান)-এর বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই । এমনকি ঢুকতে দেওয়া হয়নি বিজেপির মহিলা মোর্চার নেত্রীদেরও । এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়ক৷ হাসপাতালের সামনে দলীয় পতাকা হাতে তুমুল বিক্ষোভ দেখান তারা ।
লক্ষণ চন্দ্র ঘোড়ুই বলেন,বাঁকুড়াতে যে তরুণীকে চারজন মিলে গণধর্ষণ করেছে এই তরুণী দুর্গাপুরের হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন আছে । আমি খবর পেয়ে দেখা করতে এসেছি । কিন্তু সুপার বলছে আসানসোলে আছি । হাসপাতালে বইছে দেখা করা যাবে না । কেন ?’ তিনি বলেন,’সারা বাংলায় যা চলছে, এখানেও তাই চলছে । মুখ্যমন্ত্রীর ঐখানে ফাঁসি হবে । এই চারজনের ফাঁসি হবে তো ? একজন মহিলাকে চারজন মিলে ধর্ষণ করেছে… ফাঁসি হবে ? ব্যবস্থা নেবেন ? গেটের সামনে বসে আছি কিন্তু ঢুকতে পারছিনা । কিসের ভয় ? আধঘন্টা হয়ে গেল । হাসপাতালের যারা নিরাপত্তা রক্ষীর নামে যারা আছে তা হলো তৃণমূলের দালাল । তাদের পাঠানো হয়েছে৷ ঘটনাটা ধামাচাপার দেওয়ার চেষ্টা চলছে ।’ এই ঘটনায় ধর্ষকদের উপযুক্ত শাস্তি না হলে দুর্গাপুর স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি ।
জানা গেছে,আসানসোলের বার্নপুরে মামার বাড়িতে থাকতেন নির্যাতিতা তরুণী ৷ প্রেম দিবসের দিন মামাতো বোনের বন্ধুদের সঙ্গে তিনি বাঁকুড়ার শালতোড়ার বিহারীনাথ পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। ওই দলে ছিল চার তরুণ এবং চার তরুণী৷ সেখানে ওই চার তরুণ মিলে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ ।
শুক্রবার তরুণীর বন্ধুরাই তাঁকে বাড়িতে পৌঁছে দেয় । কিন্তু বাড়ি ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় । এই ঘটনায় আসানসোল মহিলা থানায় অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা । অভিযুক্ত চার জনই আসানসোলের বাসিন্দা। তাদের মধ্যে এক জনের মা-বাবাকে আটক করা হয়েছে বলে জানা গেছে । পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ।।