এইদিন ওয়েবডেস্ক,পাটনা,১৫ আগস্ট : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ‘গাঁজাখোর’ বললেন বিহারের পশ্চিম চম্পারণ জেলার রামনগর আসনের বিজেপি বিধায়িকা ভাগীরথীদেবী । এক সময়ে নারকাটিয়াগঞ্জ ব্লক উন্নয়ন অফিসে সাফাইকর্মী হিসাবে কাজ করা ৬৮ বর্ষীয়া ভাগীরথী দেবী ৫ বার বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছেন ।পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন তিনি ।
রবিবার রামনগর ব্লকে আয়োজিত দলীয় কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে ভাগীরথীদেবী বলেন, ‘আরে নীতীশজীর হাতে কলকে আর চোখে ধোঁয়া । নীতীশ কুমার গাঁজা পান না করে বিধানসভায় যান না । এমনকি বিধানসভার অধিবেশনের মাঝখানে উঠে গাঁজা পান করতে চলে যান নীতীশ । তাঁরা বিধানসভার লবিতে গাঁজা পান করেন । নীতীশ কুমারের একটা রুপোর কল্কে আছে ।’ তিনি আরও বলেন, ‘নীতীশ কুমার একজনের কথা অন্যজনকে বলতে পারদর্শী। এজন্য এখন তার কথা কেউ বিশ্বাস করে না ।’ এদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন জেডিইউ মুখপাত্র রাজীব রঞ্জন । তাঁর কথায়, এভাবে মনগড়া কথা আমদানি করে নীতীশ কুমারের বদনাম করার চেষ্টা করছে বিজেপি ।।