এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ আগস্ট : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ এই খবর তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন । অগ্নিমিত্রা পাল লিখেছেন,’অশেষ বেদনার সঙ্গে আপনাদের জানাচ্ছি, গত কয়েকদিন ধরে শারীরিক অস্বস্তি ও দুর্বলতা সত্ত্বেও আমি সংগঠন ও জনসেবার কর্মযজ্ঞে নিজেকে নিয়োজিত রেখেছিলাম। কিন্তু প্রবল জ্বর ও শ্বাসকষ্টের কারণে আমাকে বাধ্য হয়ে গতকাল কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছে।আমার প্রিয় সহযোদ্ধা, সমর্থক ও শুভানুধ্যায়ীগণ দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি দ্রুত আরোগ্য লাভ করে আপনাদেরই শক্তি, আপনাদেরই আশীর্বাদে আবারও লড়াইয়ের ময়দানে ফিরে আসবো ।’
জানা গিয়েছে, বুধবার আসানসোলে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অগ্নিমিত্রা পাল । দ্রুত তিনি কলকাতায় ফেরেন৷ কিন্তু বাড়ি ফেরার পর রাতের দিকে তিনি আরও অসুস্থ বোধ করলে পরিবারের লোকেরা তড়িঘড়ি বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে । আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ।।