এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ ডিসেম্বর :রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়,তেলেঙ্গানা ও মিজোরাম দেশের এই ৫ টি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে । যার মধ্যে আজ রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের গণনা চলছে। অন্যদিকে মিজোরাম নির্বাচনের গণনা হবে সোমবার (৪ ডিসেম্বর) । আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। দুপুর ১২টার মধ্যে চার রাজ্যে কে সরকার গড়বে তার ছবি স্পষ্ট হয়ে যাবে ।প্রথমে ব্যালট পেপার গণনা শুরু হয়েছে। প্রাথমিক প্রবণতায় রাজস্থান ও মধ্যপ্রদেশে এগিয়ে বিজেপি । অন্যদিকে ছত্তিশগড় এবং তেলেঙ্গানায় এগিয়ে কংগ্রেস ।
রাজস্থান এবং ছত্তিশগড়ে কংগ্রেসের দখলে ছিল, মধ্যপ্রদেশে বিজেপির দখলে । এই তিন রাজ্যেই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে লড়াই। অন্যদিকে তেলেঙ্গানায় কেসিআরের (ভারত রাষ্ট্র সমিতি) ক্ষমতাসীন দল । এখানে কংগ্রেস,বিজেপির কেসিআরের মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা ।
মধ্যপ্রদেশ : মধ্যপ্রদেশে মোট ২৩০ টি আসন। এবারে ভোট পড়েছে ৭৭.১৫ শতাংশ । প্রতিদ্বন্দ্বিতা করছেন ২,৮৯৯ জন প্রার্থী । আজ সকাল থেকে ৫২টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে ।
ছত্তিশগড় : ছত্তিশগড়ে মোট আসন ৯০ টি । এবারে ভোট পড়েছে ৭২ শতাংশ । ভোটার ভোট দিয়েছে ২,০৩,৮০,০৭৯ জন ভোটার । আজ সকাল থেকে মোট ৩৩ টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে।
রাজস্থান : রাজস্থানের ১৯৯ টি আসনের ভোট গণনা চলছে । মোট ১,৮৬৩ জন প্রার্থী । মোট ভোটার রাজস্থানে ৫,২৬,৮০,৫৪৫ জন । রাজ্যে ২,৫৩৪ টি টেবিলে ভোট গণনা চলছে ।
তেলেঙ্গানা : তেলেঙ্গানার মোট আসন ১১৯ । মোট ৩,১৭,৩২,৭২৭ জন ভোটার । ভোট পড়েছে ৭১,৩৪ শতাংশ । এখানে বিআরএস-বিজেপি-কংগ্রেস ত্রিমুখী লড়াই ।।