এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৮ নভেম্বর : নির্জন জায়গায় একটি গাছ থেকে হাত বাঁধা অবস্থায় এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হল বাঁকুড়ায় । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত নিধিরামপুর গ্রামে । মৃত বিজেপি নেতার নাম শুভদীপ মিশ্র ওরফে দীপু । বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে স্থানীয় বুথ থেকে প্রতিদ্বন্দ্বীতাও করেছিলেন দীপু ৷ আজ বুধবার সকালে বাড়ির অদূরেই একটি গাছ থেকে ওই নেতার হাত বাঁধা অবস্থা ঝুলন্ত দেহ নজরে পড়তেই প্রচুর লোকজন সেখানে জড়ো হয়ে যায় । পুলিশ দেহ উদ্ধার করতে গেলে স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখায় । তারা ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে দাবি করে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানায় । যদিও কোনো ভাবে মৃতদেহটি উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।
স্থানীয় সূত্রে খবর,প্রতিবেশী এক গৃহবধূর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শুভদীপ মিশ্র । এনিয়ে উভয় পরিবারের মধ্যে একটা টানাপোড়েন চলছিল । বধূর শ্বশুরবাড়ি থেকে দীপুকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । এর মাঝেই গত সপ্তাহের মঙ্গলবার ওই বধূকে নিয়ে কোথাও পালিয়ে যান দীপু । যদিও গত মঙ্গলবার তারা বাড়ি ফিরে আসেন । আর পরের দিনেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হল । এখন পরকীয়ার জেরেই ওই বিজেপি নেতা খুন হয়েছেন নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে তা তদন্ত করে দেখছে পুলিশ । পুলিশ ওই বধূকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।
এদিকে দলীয় নেতার মৃত্যুর খবর পেয়ে নিধিরামপুর গ্রামে ছুটে আসেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। দলীয় নেতার মৃত্যুতে বিধায়ককেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায় । চন্দনাদেবী বলেন,’রাজনৈতিক দলমত নির্বিশেষে এলাকার মানুষের উপকার করতেন শুভদীপ মিশ্র । এই কারনে এলালায় তার যথেষ্ট জনপ্রিয়তাও ছিল।’ রাজনৈতিক প্রতিহিংসার জেরেই শুভদীপ খুন হয়ে থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেছেন বিজেপির বিধায়ক । যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি,এই ঘটনায় পারিবারিক সমস্যা কাজ করছে । এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই ।।