এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০১ নভেম্বর : ভোট পরবর্তী হিংসার তদন্তে নাড়রা গ্রামে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে তলব করা হলো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিসহ ৩০ জন তৃণমূল কর্মীকে ।আদালতের নির্দেশে ভোট পরবর্ত্তী হিংসার তদন্তে বাঁকুড়ায় ইতিপূর্বে পৌঁছেছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল । দলটি ইন্দাসের নাড়রা গ্রামের বাসিন্দা অরুপ রুইদাসের মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয় সেই বাঁকুড়া-পূর্ব বর্ধমান সীমান্তের এলাকা পরিদর্শন করেন।
প্রসঙ্গত, গত ৫ই মে ইন্দাসের নড়রা গ্রামের বাসিন্দা বিজেপির বুথ এজেন্টের দায়িত্বে থাকা অরুপ রুইদাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বাঁকুড়া-বর্ধমান সীমান্তের খণ্ডঘোষ থানা এলাকার একটি মাঠ থেকে । এই ঘটনার তদন্তে নেমে মৃত অরুপ রুইদাসের বাড়িতে যান সিবিআইয়ের তদন্তকারী দলের আধিকারিকরা । ইতিপূর্বে তাঁরা মৃতের পরিবার পরিজনসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের এনিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন । এবার জিজ্ঞাসাবাদের জন্য ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ সহ তৃণমূলের ৩০ জন নেতাকর্মীকে ডেকে পাঠালো সিবিআই ।।