এইদিন ওয়েবডেস্ক,পাটনা(বিহার),১৪ জুলাই : কর্মসংস্থানের দাবি, দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার বিহারের রাজধানী পাটনায় বিধানসভা ঘেরাও করতে আসা বিজেপি কর্মীদের উপর পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছে । পুলিশের লাঠির আঘাতে বিহারের জেহানাবাদ জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিজয় কুমার সিং-এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ । এই ঘটনায় নিন্দা জানিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে দায়ি করেছে লোক জনশক্তি পার্টি । সংবাদ সংস্থা এএনআইকে লোক জনশক্তি পার্টির প্রধান তথা সাংসদ চিরাগ পাসওয়ান বলেছেন,’আমি আমার দলের পক্ষ থেকে বিজেপি নেতা বিজয় সিং-এর মৃত্যুতে শোক প্রকাশ করছি… আমি নীতীশ কুমার এবং বিহার সরকারকে জিজ্ঞাসা করতে চাই, তার মৃত্যুর জন্য কে দায়ী ? কাউকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে… যারা রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের আওয়াজ তুলেছে,তাদের লাঠি দিয়ে চুপ করানো হয়েছে… মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, তিনি এই মৃত্যুর জন্য দায়ী ।’
বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দান থেকে বিধানসভা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বিজেপি । বিজেপির মিছিল রুখতে শহরে হাজার হাজার পুলিশ নিয়োগ করা হয়েছিল । দুপুর একটার পরে মিছিল গান্ধী ময়দান থেকে বিধানসভার দিকে যাওয়ার সময় ডাকবাংলো মোড়ের কাছে আসতেই পুলিশ বাধা দেয় এবং বিজেপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় । বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার সাথে সাথে পুলিশ আক্রমনাত্মক অবস্থান নিয়ে শক্তি প্রয়োগ শুরু করে। পুলিশ মিছিলে আগত বিজেপি কর্মীদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করতে শুরু করে । বাদ যায়নি সাংসদ ও বিধায়কও । পুলিশ জনতাকে থামাতে শুধু লাঠিচার্জই করেনি, বিক্ষোভকারীদের উপর জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করতে শক্তি প্রয়োগ করে । পুলিশের লাঠির আঘাতে গুরুতর জখম হন জেহানাবাদ জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিজয় কুমার সিং । মাথা ফাটে মহারাজগঞ্জের বিজেপি সাংসদ জনার্দন সিং সিগ্রিওয়ালের । পরে হাসপাতালে বিজয় কুমার সিং-এর মৃত্যু হয় ।
পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদে বিরোধীদল নেতা বিজয় সিনহা, বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী সহ আরও অনেক নেতা রাস্তায় ধর্নায় বসেন । বিজয় সিনহা জানিয়েছেন যে তাঁরা শুক্রবার রাজ্যপালের কাছে যাবেন এবং রাজ্যসভায় প্রতিবাদ জানাবেন । যদিও লাঠির আঘাতে বিজেপি নেতার মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে বিহার পুলিশ । পাটনার সাংবাদিক সম্মেলনে পুলিশ পালটা অভিযোগ করেছে যে বিজেপির মিছিল থেকে পুলিশের উপর লঙ্কার গুঁড়ো ও পাথর ছোড়া হয়েছিল ।।