আমিরুল ইসলাম,বর্ধমান,১৩ জুন : ভোটের ফল প্রকাশের পর তৃণমূলের সন্ত্রাসে কারণে বিজেপি কর্মীদের ঘরছাড়া হতে হয়েছে বলে অভিযোগ তুলে আসছেন বিজেপি নেতৃত্ব ।এমনকি শনিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের দলীয় কর্মীদের ঘরে ফিরিয়ে দিয়ে পুলিশ কে উদ্দেশ্য করে হুঁশিয়ারিও দিয়ে রাখেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল । তারই মধ্যে বিজেপির আনা অভিযোগ মিথ্যা প্রমাণ করতে জেলার ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী একের পর এক ঘর ছাড়াদের ঘরে ফিরিয়ে চলেছেন । রবিবারও তিনি ঘরছাড়া থাকা ভাতারের ১৫০ জন বিজেপি কর্মী সমর্থককে ঘরে ফেরালেন।ঘরে ফেরা বিজেপি কর্মীরা এদিন তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর প্রতি কৃতজ্ঞতা জানান ।তবে বিজেপির জেলা নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা এদিনও আগের মতোই জারি রাখেন ।
বিধানসভা ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতার সহ অনেক ব্লকের বিজেপি কর্মীরা আতঙ্কে বাড়ি ছাড়ে।তা নিয়ে স্বোচ্চার হয় জেলার বিজেপি নেতৃত্ব।তারা ঘর ছাড়াদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা নিয়ে পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হয় ।
সপ্তাহ তিনেক আগে বিধায়ক মানগোবিন্দ অধিকারী পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের কথা দেন , “তৃণমূল কংগ্রেসের জন্যে কেউ যদি বাড়িছাড়া থাকেন, তাঁদেরকে তিনি দায়িত্ব নিয়ে বাড়ি ফেরাবেন“। এরপরেই বিধায়ক মানগোবিন্দ বাবু ঘরছাড়াদের বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেন।তিনি জানতে পারেন,ভাতারের বনপাশ গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটা গ্রামের প্রায় ১৫০ জন বিজেপি কর্মী ও সমর্থক ঘরছাড়া রয়েছে ।তারপরেই তিনি ঘরছাড়াদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন । পাশাপাশি ঘরছাড়াদের সঙ্গেও তিনি ফোনে যোগাযোগ করে তাঁদের নির্ভয়ে ঘরে ফেরার অভয় যোগান ।
তৃণমূল বিধায়কের কথায় আশ্বস্ত হয়ে এদিন মোহনপুর, হরিবাটি চাঁদাই কামারপাড়া প্রভৃতি এলাকার ১৫০ জন ঘরছাড়া বিজেপি কর্মী ঘরে ফেরে । ঘরে ফিরে বিজেপি কর্মী কুণাল ঘোষ,রমেশ দাসরা জানান,ভোটের ফল প্রকাশের পর তৃণমূলের কেউ তাঁদের আক্রমন করেনি। তবে ভয়ে আতঙ্কে তারা গ্রাম ছেড়ে পালিয়ে যান । শনিবার বিধায়ক মানগোবিন্দ বাবু ও অন্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ফোন করে তাঁদের নির্ভয়ে বাড়ি ফিরে আসতে বলেন । ওনাদের কথায় আশ্বস্ত হয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন । এদিন বিধায়ক ও পুলিশের উপস্থিতিতে তাঁরা বাড়ি ফেরেন ।
বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন,’রাজনৈতির কারণে কেউ ঘরছাড়া থাকুক এটা কোনও ভাবেই কাম্য হতে পারে না । ঘরছাড়া থাকা এলাকার মানুষজনকে ঘরে ফেরানোর বিষয়ে প্রশাসন তাঁর আর্জি জানিয়েছিল। এরপর তিনি ও দলের অন্য নেতৃত্ব উদ্যোগ নিয়ে বনপাস গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১৫০ জন ঘর ছাড়াকে এদিন ঘরে ফেরালেন ।’
যদিও এদিনও বিজেপি নেতারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের অঙুল তোলা জারি রাখেন ।জেলা সহ-সভাপতি প্রবাল রায় বলেন, ‘বিজেপি কর্মীরা এক মাস ধরে ঘরছাড়া হয়ে থাকে ।বাড়িতে ফিরলেও তাদের মারধর করা হচ্ছে। কোথাও কোথাও আবার ঘরে ফেরাদের কাছ দেকে মোটা অংকের জরিমানা আদায় করা হচ্ছে। টাকা নিয়ে তবেই তৃণমূল কংগ্রেসের নেতারা তাঁদের কর্মীদের বাড়িতে ঢুকতে দিচ্ছে ।’।