এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(,পূর্ব বর্ধমান),২৯ জুন : ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফিরতে গেলে তৃণমূল নেতাদের গুনতে হচ্ছে ১০ থেকে ৫০ হাজার টাকা ! এমনকি নির্বাচনী প্রচারে আসা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হেলিকপ্টার দেখতে যাওয়ার অপরাধে কড়কড়ে দশ হাজার টাকা গুনতে হয়েছে এক বিজেপি সমর্থককে ! পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ঝিলু-২ পঞ্চায়েতের বনপাড়া গ্রামে থেকে ওঠা এই অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বনপাড়া গ্রামের বাসিন্দা পেশায় মোটরভ্যান চালক সান্তনা পাল নামে এক ঘরছাড়া বিজেপি সমর্থক সম্প্রতি জেলা প্রশাসনের কাছে এনিয়ে অভিযোগ জানান ।
তাঁর অভিযোগ,বিধানসভা ভোটের ফলঘোষণার অব্যবহিত পড়েই তাঁর ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় তৃণমূলের লোকজন । মোটরভ্যানটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার পর পুকুরের জলে ফেলে দেওয়া হয় । তারপর তিনি আতঙ্কে সপরিবারে বাড়িছাড়া হয়ে গিয়েছিলেন । তাঁর অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতা ফোন করে তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন গ্রামে ঢোকানোর জন্য । শেষে তিনি বাধ্য হয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হন । এরপর জেলা প্রশাসনের নির্দেশে গত রবিবার তাঁকে বাড়ি পৌঁছে দিয়ে আসে মঙ্গলকোট থানার পুলিশ । কিন্তু ভাঙচুরের ফলে বাড়িঘর বসবাসের অনুপযুক্ত হওয়ার কারনে স্ত্রী ও দুই সন্তাকে শ্বশুরবাড়ি থেকে আনতে পারছেন না বলে জানিয়েছেন সান্তনাবাবু ।
জানা গেছে,ভোটের ফল ঘোষনার পর থেকেই বনপাড়া গ্রামের বেশ কিছু বিজেপির কর্মী ও সমর্থক গ্রাম ছাড়া হয়ে যান । অভিযোগ,ওই সমস্ত বিজেপি কর্মীদের ফোন করে জানানো হয় মোটা টাকা জরিমানা গুনলে তবেই তাদের বাড়ি ফিরতে দেওয়া হবে । নেতাকর্মীদের স্তর অনুযায়ী তৃণমূলের তরফ থেকে একটা রেট ঠিক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ । বিজেপির বুথ এজেন্ট হলে তাঁর কাছে ৪০-৫০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে । আর জরিমানার টাকা জোগাড় করতে গিয়ে বাড়িতে থাকা গহনাগাটি,গোলার ধান, এমনকি গবাদি পশু পর্যন্ত বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি কর্মী সান্তনা পাল । শুধু তিনিই নন একই অভিযোগ তুলেছেন বনপাড়া গ্রামের বাসিন্দা রমেশ পাল, সুকান্ত পালের মত বিজেপি কর্মীরাও ।
তাঁরা জানিয়েছে, গ্রামে ফেরানোর শর্তে এক তৃনমূল নেতাকে ২১ হাজার টাকা করে দিতে হয়েছিল । এছাড়া গত নির্বাচনে বিজেপির হয়ে প্রচারে যাওয়ার অপরাধে বনপাড়া গ্রামের এক যুবককে ঘরে ফেরানোর জন্য তার কাছ থেকে ৪০ হাজার টাকা দাবি করা হচ্ছে । তাঁর দাদা বিজেপিকে সমর্থন করায় ২১ হাজার টাকা দিয়ে তবেই গ্রামে ফিরতে পেরেছে । বনপাড়া গ্রামের এক মহিলার অভিযোগ,বিধানসভা ভোটের প্রচারে হেলিকপ্টারে চড়ে নতুনহাটে এসেছিলেন জেপি নাড্ডা । তাঁর স্বামী সেই হেলিকপ্টার দেখতে গিয়েছিলেন । সেই অপরাধে তাঁকে দশ হাজার টাকা দিতে হয়েছে ।
এই সমস্ত অভিযোগগুলি উঠছে মূলত বনগ্রামের তৃণমূলের বুথ সভাপতি উজ্জ্বল শেখের বিরুদ্ধে । যদিও তাঁর দাবি, ‘হয়তো ভুল করে দু’ একটা ছেলে ডিস্টার্ব করেছে । আমি তাদের নিষেধ করেছি । তবে আমি কারও কাছ থেকে টাকা নিইনি ।’
এই বিষয়ে বিষয়ে মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক তথা ব্লকের সভাপতি অপূর্ব চৌধুরি বলেন, ‘যারা এমন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারও কাছে কেউ টাকা চাইলে আমাকে ফোন করে জানান ।’ সেই সঙ্গে তিনি জানান, বিজেপি এসব মিথ্যা অভিযোগ তুলছে ।।