এইদিন ওয়েবডেস্ক,দিনহাটা(কোচবিহার),০২ মে : পঞ্চায়েত নির্বাচনের আগেই ফের খুনোখুনির রাজনীতি শুরু হয়ে গেল এরাজ্যে । শুক্রবার দুপুরে প্রকাশ্যে বাড়িতে ঢুকে কোচবিহারের দিনহাটার এক বিজেপি নেতাকে গুলি করে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা । খবর পেয়ে দিনহাটার শিমুলতলা এলাকার বাসিন্দা নিহত প্রশান্ত রায় বসুনিয়ার (Prasanta Roy Basunia) বাড়িতে যায় পুলিশের শীর্ষ কর্তারা । পুলিশ নিহত বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনাস্থলে পুলিশবাহিনী মোতায়েন করে রাখা হয়েছে । এদিকে এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি । যদিও তৃণমূলের দাবি,এই খুনের ঘটনার সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই ।
জানা গেছে,দিনহাটার শিমুলতলা এলাকার বাসিন্দা বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়া ব্লকের ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক ছিলেন । এদিন দুপুরে নিজের বাড়িতেই ছিলেন প্রশান্তবাবু । সেই সময় ৩ দুষ্কৃতী বাইকে চড়ে এসে তার বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে । কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই দুষ্কৃতীরা প্রশান্তবাবুকে লক্ষ্য করে খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রশান্তবাবুর ।
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ,’পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। দিনহাটা বিধানসভার শিমুলতলা এলাকার নিবাসী ভারতীয় জনতা পর্টির মণ্ডল সভাপতি ও একনিষ্ঠ সক্রিয় কর্মী প্রশান্ত রায় বসুনিয়াকে আজ দুপুরে দুষ্কৃতীরা জোর করে তার বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। দিনহাটায় আঞ্চলিক দল তৃণমূল ছেড়ে প্রায় প্রতিদিনই শত শত মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। যার ফলে সেখানকার তৃণমূল নেতৃত্ব ভীত। এই নৃশংস হত্যাকাণ্ড তারই প্রতিফলন। রাজ্যে গত কয়েক মাসে রাজনৈতিক ভাবে টার্গেট করে বিজেপি কর্মীদের অনেককেই খুন করা হয়েছে। প্রতিদিনই বোমা বিস্ফোরণ হচ্ছে তাতে মহিলা ও শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে। আইনশৃঙ্খলার এই চরম অবনতি সহ সমস্ত মৃত্যুর দায় নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত ।’ তিনি আরও বলেন,’আমি প্রশান্ত রায় বাসুনিয়ার মৃত্যুর সিবিআই তদন্তের দাবি করছি কারণ এই মৃত্যুর সাথে “প্রভাবশালী” লোকেরা জড়িত বলেই আমাদের ধারণা, তাই পুলিশ তদন্ত করলে তা প্রভাবিত হবার সম্ভাবনা প্রবল ।’
অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দাবি করেছেন,’এই খুনের ঘটনায় সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই । যিনি খুন হয়েছেন তিনি বিজেপি আশ্রিত দুষ্কৃতি ছিলেন ।’
প্রসঙ্গত,২০১৮ সাল থেকে বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসার শিকার হয়ে আসছে কোচবিহারের দিনহাটা । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ঠিক মুখেই বিজেপি নেতার খুনের ঘটনার পর ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় । সাধারণ মানুষের দাবি,এবারের পঞ্চায়েত নির্বাচনে যেন অতীতের সন্ত্রাস আর না দেখতে হয়,তার আগেই দুষ্কৃতীদের উপর লাগাম টানুক প্রশাসন । কিন্তু বিগত বেশ কিছু দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বোমা বিস্ফোরণের পাশাপাশি বিপুল পরিমান বোমা-বন্দুক উদ্ধার হওয়ায় সিঁদূরে মেঘ দেখছেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা ।।

