এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ সেপ্টেম্বর : জুতো পরে দুর্গামণ্ডপে ঢুকে প্রদীপ প্রজ্জলনের জন্য কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও তৃণমূল নেতা আবু তাহেরের নিন্দা করলেন বিজেপি নেতা তরুনজ্যোতি তিওয়ারির । তিনি এই ঘটনাকে অনিচ্ছাকৃত নয়, বরঞ্চ ‘ইচ্ছা করে হিন্দুদের অপমান’ করা হয়েছে বলে মনে করছেন।
আসলে,মহাষষ্ঠীর সন্ধ্যায় নদীয়া জেলার করিমপুরে ২৪টি দুর্গাপুজোর উদ্বোধনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ তিনি ওই ক্লাবগুলির নাম লিখে ফেসবুকে একটা পোস্ট করেছিলেন । তাতে তিনি বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছিলেন । তার মধ্যে একটি ছবিতে জুতো পরে প্রদীপ প্রজ্জলন করতে দেখা যায় মহুয়াদের৷ সেই ছবির পাশাপাশি মহুয়ার দেওয়া ক্লবের তালিকার স্ক্রীন শর্ট এক্স-এ শেয়ার করেছেন তরুনজ্যোতি ।
তিনি জুতো পরে মন্ডপের ভিতরে প্রদীপ প্রজ্জলনের নিন্দা জানিয়ে লিখেছেন, ‘মহুয়া আর আবু তাহের দুর্গা পুজোর মণ্ডপে ঢুকে প্রদীপ জ্বালালেন কিন্তু পা থেকে জুতো খোলার শিষ্টাচারটুকুও তাদের মনে হল না দরকার। অদ্ভুত সাজ! কী অদ্ভুত চাল! হিন্দুর পুজোয় পা রাখা যায় জুতো নিয়েই, কিন্তু অন্য ধর্মে গেলেই মাথা নিচু করে, চোখে নেমে আসে ভক্তি-অভিনয় নিখুঁত ছবির মতো। পুজোতে প্রণাম জানানো জানেন না, কিন্তু ক্যামেরায় পোজ দিয়ে ছবি তোলা খুব ভালোই জানেন। এই মহিলা এবং এর দল হিন্দু বিরোধী। কয়েকদিন আগেই তুলসী মালা পড়া নিয়ে প্রচন্ড কটাক্ষ করেছিল। তিনি যেটা করেছেন সেটা কোন অনিচ্ছাকৃত ভুল নয়, ইচ্ছা করে করেছেন হিন্দুদের অপমান করার জন্য। আবু তাহের পুজো মানে? মহুয়া হিন্দুদের নিয়ে ভাবে?’
পাশাপাশি তিনি মহুয়া মৈত্রকে নিয়ে একটা ছড়াও লিখেছেন ৷ যেটি হল :
দিদি আমার বড্ড মডার্ন,
ধর্ম-পুজো মানেন না,
ফটর ফটর ইংরেজি বলেন,
প্রদীপ প্রজ্জ্বলনের সময় জুতো খুলতে জানেন না।
দিদি আমার বড্ড মডার্ন,
টাকা-পয়সার হিসাব ছাড়া চলেন না,
সুযোগ পেলেই হিন্দুদের অপমান করেন,
ইসলাম নিয়ে কিছু বলেন না।
দিদি আমার বড্ড মডার্ন,
মাইক হাতে দাঁড়িয়ে বলেন “টলারেন্স”
কিন্তু শাঁখ-উলু ধ্বনি শুনলেই
মুখে নেমে আসে সাইলেন্স।
দিদি আমার বড্ড মডার্ন,
মন্দিরে ঢুকলেও চোখ থাকে ফোনে,
“সরি গাইস, ইটস কাস্টমারি”—
এমন বুলি ঝরে ইংরেজি টোনে।
https://twitter.com/tjt4002/status/1972896782687355273?t=9Y6jenmNTpTCOHnPUsTvQw&s=19