এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,১৫ ফেব্রুয়ারী : মহিলা পুলিশকর্মীর হাত থেকে রাজ্য সভাপতিকে বাঁচাতে গিয়ে গ্রেফতার হতে হল বিজেপি নেত্রী সিরিয়া পারভিনকে । সিরিয়া পারভিন বিজেপি মহিলা মোর্চার নেত্রী । বুধবার উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের টাকিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন আক্রান্ত হন তখন দলীয় নেতাকর্মীদের সাথেই ছিলেন সিরিয়া পারভিন । সুকান্ত মজুমদার পুলিশের গাড়িতে চড়ে বিক্ষোভ দেখানোর সময় প্রায় চারদিক দিয়ে পুলিশ তাকে ঘিরে ধরে । সেই সময় এক মহিলা পুলিশকর্মীকে সুকান্তর কাছে পাঠিয়ে দেওয়া হয় । ওই মহিলা পুলিশকর্মী সুকান্তবাবুর ডান হাত ধরে টানাটানি শুরু করেন । সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
সুকান্ত মজুমদার ওই মহিলা পুলিশকর্মীর উদ্দেশ্যে বলেন,’মহিলা পুলিশ আমাকে ধরছে,কোনো মহিলা পুলিশ আমার সাথে এই আচরণ করতে পারে না । আপনি নামুন ।’ কিন্তু সুকান্তবাবুর বারবার বলা সত্ত্বেও সেই মহিলা পুলিশকর্মী সেখান থেকে সরেননি।
এই দেখে সিরিয়া পারভিন গাড়ির ছাদে উঠে ওই মহিলা পুলিশকর্মীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন । এরপর আচমকা সুকান্ত মজুমদার ও সিরিয়া পারভিন উলটে পড়েন । সুকান্তবাবু পড়ে যাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন । তখনও দলনেতার হাত ছাড়েননি সিরিয়া পারভিন । তবে পড়ে যাওয়ার আগে সুকান্তবাবুকে বলতে শোনা যায় যে পুলিশ ইচ্ছা করে গাড়ি স্টার্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছে যাতে তিনি উলটে পড়েন । বিজেপির অভিযোগ যে পুলিশ ইচ্ছা করেই গাড়িতে স্টার্ট দিয়ে আচমকা অল্প কিছুটা এগিয়ে নিয়ে গিয়েছিল, যেকারণে তাদের দলীয় নেতা ও নেত্রী উলটে পড়ে গিয়ে আহত হয়েছেন ।
এদিকে এই ঘটনার পর পুলিশ সিরিয়া পারভিনকে গ্রেফতার করে । তাঁর পাশাপাশি গ্রেফতার করা হয় বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের ছেলে তথাগত ঘোষকেও। তাঁদের দু’জনেরই বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর, মারধরের মামলা রুজু করা হয়েছে ।।