এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ অক্টোবর : রাতভর বাঁশদ্রোণী থানায় অবস্থান বিক্ষোভের পর অবশেষে আজ বৃহহস্পতিবার সকালে গ্রেফতার করা হল বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলিকে । বাঁশদ্রোণীতে জেসিবির ধাক্কায় নবম শ্রেণীর পড়ুয়া মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে ধর্নায় বসেন বিজেপি নেত্রী । বুধবার রাত থেকে বাঁশদ্রোণী থানায় অবস্থান বিক্ষোভে বসেছিলেন রুপা। রাত পেরিয়ে ভোর হলেও তিনি থানার সামনেই বসে থাকেন । থানা চত্বরে বসে বাঁশদ্রোণীর ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি । এরপরেই আজ সকাল ১০ টা নাগাদ গ্রেফতার করা হয় বিজেপি নেত্রীকে । বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে বাঁশদ্রোণী থানা থেকে নিয়ে যাওয়া হল লালবাজারে।
প্রসঙ্গত, মহালয়ার দিন সকালে বাঁশদ্রোণীতে টিউশন পড়তে যাওয়ার পথে নবম শ্রেণীর এক ছাত্রকে একটা জেসিবি পিষে দেয় । আর এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । উল্লেখ্য, কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। সেই কাজের জন্য ওই জেসিবি ওই রাস্তায় এসেছিল ।শারদোৎসবের আবহে পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর পর স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে এলাকার বাসিন্দারা । ভাঙচুর করা হয় ঘাতক পে লোডার । শুরু হয় পথ অবরোধ করে বিক্ষোভ । অবরোধ তুলতে এসে আক্রান্ত হন পাটুলি থানার ওসি ও এক কনস্টেবল । যদিও দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয় । কিন্তু বহিরাগত দুষ্কৃতীরা বিক্ষোভকারীদের উপর হামলা চালালে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা । অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে থানার বাইরে বিক্ষোভ শুরু করে ক্ষিপ্ত জনতা । সেই সময় বিজেপি নেত্রী রুবি দাসকে পুলিশ গ্রেফতার করলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে । এতপর দলীয় নেত্রীর মুক্তি ও বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বুধবার রাত থেকে বাঁশদ্রোণী থানায় অবস্থান বিক্ষোভে বসেন রূপা গঙ্গোপাধ্যায় । আজ সকালে তাকে গ্রেফতার করে পুলিশ । তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে । যদিও বিজেপি নেত্রী জানিয়েছেন যে তাকে গ্রেফতারের কারন বলেনি পুলিশ ।।