এইদিন ওয়েবডেস্ক,মোরাদাবাদ,১১ আগস্ট : খুন হলেন উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক বিজেপি নেতা । অনুজ চৌধুরী নামে ওই বিজেপি নেতাকে মোরাদাবাদের মাজোলা এলাকার দিল্লি রোডে অবস্থিত পার্শ্বনাথ হাউজিং সোসাইটি এলাকায় মোটরসাইকেল আরোহী ৩ দুষ্কৃতী এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় । রক্তাক্ত অবস্থায় অনুজ চৌধুরীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের লোকজন । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । অনুজবাবু বিজেপির কিষাণ মোর্চার একজন বর্ষীয়ান নেতা ছিলেন ।
রাজ্যের বিজেপি নেতা ও মন্ত্রীদের খুব ঘনিষ্ঠ ছিলেন অনুজ চৌধুরী । প্রবীণ বিজেপি নেতা স্বতন্ত্র দেব সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি পরিচিত ছিলেন । অসমলি ব্লক প্রধান পদের জন্য ২০২১ সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অনুজবাবু । কিন্তু তিনি পরাজিত হন । বর্তমান ব্লক প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ঘোষণা করেছিলেন তিনি । এরপরই উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক পরিবেশ । অনুজবাবু তাঁর উপর প্রাণঘাতী হামলা হতে পারে বলে আশঙ্কা করেছিলে । যেকারণে তাঁর জন্য ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল । এদিন তিনি মোরাদাবাদের মাজোলার পার্শ্বনাথ হাউজিং সোসাইটি এলাকায় বেড়াতে গেলে মোটরসাইকেলে আসা তিনজন দুষ্কৃতী তাঁকে গুলি চালিয়ে খুন করে পালায় ।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিনিয়র পুলিশ সুপার হেমরাজ মীনাসহ পুলিশ কর্মকর্তারা । পরিবারের পক্ষ থেকে দু’জনের উপর সন্দেহ প্রকাশ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্তে পাঁচটি টিম গঠন করা হয়েছে । সন্দেহভাজন অভিযুক্তদের খোঁজ চলছে বলেও জানিয়েছে পুলিশ।
মোরাদাবাদ থানার এসএসপি সংবাদ মাধ্যমের কাছে বলেছেন,’মাজোলা থানার অন্তর্গত পার্শ্বনাথ হাউজিং সোসাইটির ভিতরে অনুজ চৌধুরী নামে এক ব্যক্তিকে পিছন থেকে কয়েকজন গুলি করে । ওই সোসাইটির একটি ফ্লাটে থাকতেন তিনি । ওই ব্যক্তির কাঁদে ও শরীরে গুলি লাগে । তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।’ তিনি আরও বলেন,’প্রাথমিক ভাবে জানা গেছে পারস্পরিক শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে । ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । আসামিদের গ্রেপ্তারে পাঁচটি টিম গঠন করা হয়েছে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।’।