দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৪ জুলাই : দীর্ঘ প্রায় ৩ বছর সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পর পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থেকে রাজনীতির ময়দানের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করেছে বিজেপি নেতা তথা টলিউডের নায়ক জয় ব্যানার্জি । তারপর থেকে তিনি কাটোয়ার দলীয় প্রার্থীদের সমর্থনে লাগাতার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন । আজ মঙ্গলবার কাটোয়া-২ ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকায় রোড শো করলেন একদা বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেতা । তাঁকে সঙ্গ দিলেন বিজেপির পূর্ব বর্ধমান জেলা ইনচার্জ তথা কাটোয়া ৪৯ নম্বর জেলা পরিষদের বিজেপির প্রার্থী কৃষ্ণ ঘোষ ।
এদিন সকালে কাটোয়া-২ ব্লকের অগ্রদ্বীপ, গাজিপুর, জগদানন্দ পুর পঞ্চায়েত ৮ টি গ্রামে রোড শো করেন জয় ব্যানার্জি । প্রাক্তন এই অভিনেতাকে দেখার জন্য সর্বত্র মানুষের ঢল নামে । গ্রামবাসীদের কাছ থেকে তাদের সুবিধা-অসুবিধার কথা মন দিয়ে শোনেন তিনি । সন্ধ্যা ৭ টা নাগাদ মঙ্গলকোটের কারুলিয়ায় পথসভা করেন জয় ব্যানার্জি । তাঁর সাথে কৃষ্ণ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় । উপস্থিত জনতার উদ্দেশ্যে জয় ব্যানার্জি আহ্বান জানান, ‘আর ৫ টা বছর আপনারা নষ্ট করবেন না । বিজেপিকে জেতান । আমি আপনাদের কথা দিচ্ছি যে পরের নির্বাচনে আমরা আর ভোট চাইতে আসবো না । বিজেপির উন্নয়নমূলক কাজ দেখে আপনারাই আমাদের ভোট দিতে এগিয়ে আসবেন ।’ পাশাপাশি এদিন শিক্ষক নিয়োগ দূর্নীতি ও গরু পাচার মামলা নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকারকে কার্যত তুলোধুনো করেন তিনি । কৃষ্ণ ঘোষ জানিয়েছেন,বিজেপি সম্পর্কে মানুষের মধ্যে যে ব্যাপক উৎসাহ আছে,এদিনের রোড শোয়ে তার প্রমাণ পাওয়া গেছে ।।