দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ জুলাই : আসন্ন পঞ্চায়েত নির্বাচন যাতে ‘মৃত্যুহীন ভোট’ হয় তার জন্য সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান জানালেন একদা টলিউডের জনপ্রিয় নায়ক তথা বিজেপি নেতা জয় ব্যানার্জি । আজ রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-২ ব্লকের গাজিপুর পঞ্চায়েতের খাসপুর গ্রামে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি । জনসভায় বক্তব্য রাখার সময় রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়ে জয় ব্যানার্জি বলেন,’২০২৩ সালের পঞ্চায়েতে ইতিমধ্যেই ১২-১৩ টা মৃত্যু হয়ে গেছে । আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে একটাই অনুরোধ করব,আসুন ফেয়ার প্লে করি । বুথ দখল না করে,মারামারি না করে, কাটা কাটি না করে, মানুষের উপর ছেড়ে দিন, দেখি মানুষ কাকে ভোট দেয় । আমরা সেটা মাথা পেতে নেবো ।এই শুভবুদ্ধি যেন সকল রাজনৈতিক দলের নেতার হয় ।’ তিনি সকল রাজনৈতিক দল ও মানুষের কাছে অনুরোধ করেন,ভবিষ্যতে যেন একটা মায়ের কোল খালি না নয়,কোনো বোনের সিঁথির সিঁদূর যাতে আর না মোছে, তার জন্য রুখে দাঁড়ান । তিনি বলেন, ‘ আশা করি এবারে মৃত্যুহীন ভোট হবে । কারন বাংলাকে নিয়ে আমাদের খুব গর্ব ছিল । কিন্তু বিদেশ বা অন্য রাজ্যে গিয়ে যখন বাংলার খুনোখুনি নিয়ে কথা শুনতে হয়,তখন খুব লজ্জিত হতে হয় ।’
এদিন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জিকে নিশানা করে জয় ব্যানার্জি বলেন, ‘মমতা ব্যানার্জির গলার পেরেক হয়ে দাঁড়িয়েছে অভিষেক ব্যানার্জি । আজ মমতা ব্যানার্জি কোনো সিদ্ধান্তই নিচ্ছেন না । যা কিছু সিদ্ধান্ত সব অভিষেক নিচ্ছেন । রাজনীতির কি জানে অভিষেক? মমতা ব্যানার্জি যদি নিজের হাতে দল সামলাতো তাহলে তৃণমূল দলটা কিছুদিন থাকতো । অভিষেক এসে আমাদের সুবিধা হয়েছে ।’ পাশাপাশি শিক্ষক নিয়োগ দূর্নীতি নিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করেন ওই বর্ষীয়ান বিজেপি নেতা । তিনি বলেন,’পার্থ চট্টোপাধ্যায় আমার পাড়ার বিধায়ক । যাতায়াতের পথে দেখতাম বুদ্ধদেবের মত বসে আসে । তার এত টাকা,এত বান্ধবী কেউ কখনো ভাবতে পেরেছে ? আমরা পাশে থেকেও বুঝতে পারিনি শিক্ষাকে বিক্রি করে টাকা কামাচ্ছে । যে বাংলায় এত মনীষী জন্মে ছিলেন,সেই বাংলায় শিক্ষাকে বিক্রি করে টাকা কামানোর কথা ভাবা যায় ? আজ উনি শাস্তিও পেয়ে গেছেন ।’
প্রসঙ্গত,বাবার মৃত্যুর পর ২০২১ সালের নভেম্বরে জয় ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে তিনি আর বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করবেন না । তারপর এটিই ছিল তাঁর প্রথম জনসভা । দীর্ঘ প্রায় ৩ বছর পর একদা টলিউডের জনপ্রিয় এই অভিনেতাকে দেখার জন্য মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ । বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । জয় ব্যানার্জি বলেন,’আজ আমি কাটোয়ার মানুষকে সাক্ষী রেখে আমার রাজনৈতিক কর্মকাণ্ড আবার নতুন করে শুরু করলাম ।’ পাশাপাশি তিনি উপস্থিত জনতার কাছে আহ্বান জানান,’পঞ্চায়েত ভোটে হৃদয় দিয়ে নয়,মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেবেন ।’।