এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ নভেম্বর : বিহারে দলের ভুমিধস জয়ে উচ্ছ্বসিত হয়ে মিষ্টি বিতরণ করার “অপরাধে” গ্রেপ্তার হতে হল এক বিজেপি নেতাকে । হ্যাঁ….এমই এক অদ্ভুত ঘটনা ঘটিয়েছে কোচবিহার জেলার দিনহাটা থানার পুলিশ । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তাদের দলের ওই নেতার নাম অজয় রায় এবং তিনি কোচবিহার বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক৷ তাকে গ্রেপ্তার করা দুই পুলিশ আধিকারিকের নামও প্রকাশ্যে এনেছেন তিনি । শুভেন্দু জানান, ওই দুই আধিকারিক হলেন,দিনহাটা থানার আইসি জয়দেব মোদক ও এসআই আশরফ আলম। এই গ্রেপ্তারের জন্য তিনি “কমল গুহে কুপুত্র”কে দায়ি করেছেন । পাশাপাশি ধৃত দলীয় নেতার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা ।
বিহার বিধানসভার ভোটে ভুমিধস জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট । গোটা রাজ্য জুড়ে বিজেপি নেতাকর্মীরা গেরুয়া আবীর খেলে ও মিষ্টি বিতরণ করে এই অভাবনীয় জয় উদযাপন করেন। রাজ্যের অনান্য জেলার পাশাপাশি দিনহাটার বাবুপাড়া এলাকাতেও জয় উদযাপন করেন অজয় রায়ের নেতৃত্ব বিজেপি কর্মীরা । অভিযোগ, অজয় বাবু নিজের বাড়ির সামনে মিষ্টি বিতরণ করার সময় এলাকায় এসে হাজির হয় দিনহাটা থানার পুলিশ। পরিবারের দাবি, কোনও পূর্ব নোটিশ বা ওয়ারেন্ট ছাড়াই পুলিশ হঠাৎ বাড়িতে ঢুকে অজয় রায়কে আটক করতে চায়। পরিবারের লোকেরা পুলিশকে বাঁধা দিলেও কোনও কাজ হয়নি। অজয়ের পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। এরপর পুলিশ বাড়ির ভিতরে ঢুকে অজয় রায়কে টেনেহেঁচড়ে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় । সেই ভিডিও এক্স-এ শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী ।
শুভেন্দু লিখেছেন,’কোচবিহার বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক শ্রী অজয় রায় কে স্রেফ বিহারে এনডিএ-এর বিপুল জয় উদযাপন করার ‘অপরাধে’ দিনহাটায় গ্রেফতার করে টেনে হিঁচড়ে নিয়ে গেল দলদাস পুলিশ ! এই বেআইনি গ্রেফতারের মূল কাণ্ডারী হলেন দিনহাটা থানার আইসি জয়দেব মোদক ও এসআই আশরফ আলম।’ তাঁর অভিযোগ, ‘শ্রী কমল গুহ এর কুপুত্র, যাকে জাতীয় মানবাধিকার কমিশন মহামান্য কলকাতা হাইকোর্টে নির্বাচন পরবর্তী হিংসার মামলায় ‘ক্রিমিনাল’ বলে উল্লেখ করেছেন, তার নির্দেশেই মমতা পুলিশ এই অন্যায় কাজ করেছে। তৃণমূল দল, বিজেপি নেতাদের ওপর গাত্রদাহ মেটাতে পুলিশ কে যত্রতত্র এই রকম অপব্যবহার করে থাকে।’ তিনি ধৃত দলীয় নেতার পাশে থাকার আশ্বাস দিয়ে লিখেছেন,’ভারতীয় জনতা পার্টি শ্রী অজয় রায় এর পাশে রয়েছে ও সর্বোচ্চ শক্তি দিয়ে এই বিচার বহির্ভূত আইনের দুর্ব্যবহারের মোকাবিলা করবে।’
যদিও বিজেপি নেতাকে আটক করার নিয়ে কোনো স্পষ্টিকরণ দেয়নি দিনহাটা থানার পুলিশ । কোন আইনে মিষ্টি বিতরণ করা অপরাধ ? এই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ । তবে তৃণমূলের সাফাই হল,বাড়ির সামনে অনুমতি ছাড়াই মিছিলের আয়োজন করেছিলেন বিজেপির জেলা কমিটির সম্পাদক অজয় রায় ও বিজেপি নেতা দীপ বৈশ্য। আর সেই মিছিল আটকাতে গেলে পুলিশের ওপর আক্রমণের করা হয়। এরপরেই বিজেপির জেলা কমিটির সম্পাদক অজয় রায় ও বিজেপি নেতা দীপ বৈশ্যকে আটক করে দিনহাটা থানার পুলিশ। যদিও মিছিলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।।
Author : Eidin.

