এইদিন ওয়েবডেস্ক,ময়না(পূর্ব মেদিনীপুর),০২ মে : পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা অঞ্চলের বিজেপির বুথ সভাপতিকে বাড়ির সদস্যদের সামনে মারধর করে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে । নিহতের নাম বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে (Vijaykrishna Bhuiya) । সোমবার রাতে বাড়ির অদূরে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় । অবশ্য দলের কর্মীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন । তখন বিজেপি কর্মী সঞ্জয় তাঁতিকেও অপহরণ করা হয় । তাঁর মাথায় গুরুতর আঘাত লাগলেও প্রাণ বাঁচিয়ে দুষ্কৃতীদের কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হন । এই খুনের ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে । সোমবার রাত থেকেই এনিয়ে উত্তপ্ত গোটা এলাকা । খুনিদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত বাকচায় রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি । উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
দলীয় নেতা খুনের প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর অভিযোগ,’ভগবানপুর,ময়না ও দুবরাজপুরের ৭০ থেকে ৮০ জন খুনিরা একত্রিত হয়ে বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে তাঁর পরিবারের সামনে থেকে কাঁধে করে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে । তার সাথে আমাদের আর এক যুব কর্মী সঞ্জয় তাঁতিকেও তুলে নিয়ে গিয়েছিল মেরে ফেলার উদ্দেশ্যে । দেখুন তার মাথা কি করেছে । কিভাবে রক্তাক্ত করেছে এই ভাইকে । এদের অপরাধ, এরা জয় শ্রীরাম শ্লোগান দেয় । এদের অপরাধ, এরা মোদীজির জয়ধ্বনি করে । এদের অপরাধ, এরা রাষ্ট্রবাদকে সমর্থন করে । এদের অপরাধ, এরা গেরুয়া পতাকা নিয়ে বন্দেমাতরম ধ্বনি দেয় ।’
শুভেন্দু অধিকারী বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খেলা হবে’ শ্লোগান মানেই বিরোধী দলের লোকেদের খুন করা, গুম করা । মমতা ব্যানার্জির সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দিল – বিজয় ভূঁইয়া । ময়না ব্লকের বাগচার বুথ সভাপতি এবং তিনি জাতিতে তফসিলি নমসূদ্র,দলিত পরিবারের ।’ তিনি আরও বলেন,’আজ ২ মে দিনটি ভয়াবহ একটা দিন । গনতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে ২০২১ সালের এই দিনে পশ্চিমবঙ্গের ৫৬ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হার্মাদদের, জল্লাদের হাতে । ২ মে থেকে ৫ মে পর্যন্ত পুলিশকে নিষ্ক্রিয় রেখে দিয়েছিল মমতা ।’
আজ ভয়াবহ ২ মে ২০২১ গনতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার্মাদদের,জল্লাদের হাতে,২ মে থেকে ৫ মে পর্যন্ত পুলিশকে নিষ্ক্রিয় রেখে, খুন হয়েছিলেন পশ্চিমবঙ্গের ৫৬ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল । আমি নিহত দলীয় কর্মীদের বিদেহী আত্মাকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করি ।’
পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, বিজয়কৃষ্ণ ভুঁইয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে বুধবার ময়না ব্লকে ১২ ঘন্টার ধর্মঘট ডাকা হচ্ছে । তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত পাঁশকুড়া থেকে দিঘা পর্যন্ত ১০০ টি স্থানে ১০ থেকে ১১ টা পর্যন্ত একঘন্টা অবরোধ হবে,জরুরি পরিষেবার গাড়ি বাদ থাকবে ।
আগামি ৪ মে ময়নাতে ধিক্কার,প্রতিবাদ এবং বিজয় ভূঁইয়ার শ্রদ্ধাঞ্জলি যাত্রা হবে । আমি থাকবো,১০ হাজার বিজেপি কর্মী আমার সঙ্গে কালো ব্যাচ হাঁটবেন । দেহ ময়নাতদন্তের পর আমি আপনাদের কাছে পৌঁছে দিয়ে যাবো । মৃতদেহ শতকারের পর আমি পরিবারের সঙ্গে বসবো৷ পরিবারের সমগ্র দায়িত্ব বিজেপির পক্ষে আমি নিলাম । পরিবারের ডাল ভাত আর মোটা কাপড়ের যাতে অভাব না হয় তার দায়িত্ব বিজেপি নিচ্ছে ।’ সেই সঙ্গে তিনি মৃতদেহের ময়নাতদন্ত কোনো কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত হাসপাতালে করার দাবি তুলে বলেন,’মমতা ব্যানার্জির হাসপাতালের উপর আমাদের কোনো আস্থা নেই ।’।