এইদিন ওয়েবডেস্ক,গান্ধীনগর,১৪ নভেম্বর : ভোট পূর্ববর্তী সমীক্ষা অনুযায়ী গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি জিতছে এটা এক প্রকার নিশ্চিত । কিন্তু এবারে বিজেপির উপরি পাওনা হতে চলেছে মুসলিম ভোট । গুজরাটে এবারে অন্তত ১৯ শতাংশ পসমান্ডা মুসলমানদের ভোট বিজেপি পেতে চলেছে বলে সি-ভোটারের সমীক্ষায় দাবি করা হয়েছে । যেখানে কংগ্রেস ৪৭ শতাংশ,আম আদমি পার্টি ২৫ শতাংশ এবং আসাদউদ্দিন ওয়াইসি মাত্র ৯ শতাংশ ভোট পেতে পারে বলে সমীক্ষায় পূর্বাভাস করা হয়েছে । কংগ্রেস,ওয়াইসির প্রতি মুসলমানদের সমর্থন আছে এটা সকলেরই জানা । অরবিন্দ কেজরীওয়ালও মুসলিম ভোটব্যাঙ্কে থাবা বসাতে সক্ষম হয়েছে তা পূর্ববর্তী নির্বাচনের ফলাফলে স্পষ্ট । কিন্তু সমীক্ষায় বিজেপির পক্ষে ১৯ শতাংশ মুসলিম ভোট যাওয়ার কথা বলায় বিস্মিত রাজনৈতিক বিশ্লেষকরা ।
উল্লেখ্য,হায়দরাবাদে অনুষ্ঠিত বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলীয় নেতৃত্বদের মুসলমান ভোটারদের প্রতি নজর রাখার কথা বলেছিলেন । বিশেষ করে তিনি পসমান্ডা মুসলমানদের কথা বলেছিলেন । মোদী বলেছিলেন গুজরাটের পাসমান্ডা মুসলমানদের একটি অংশ বিজেপিকে ভোট দিচ্ছে,তাই তাদের সঙ্গে নিয়মিত জনংযোগের উপর যেন জোর দেওয়া হয় ।
আর তাঁর এই পরিকল্পনা যে কাজে এসেছে তা সি-ভোটার সমীক্ষায় স্পষ্ট । রবিবার উত্তরপ্রদেশের বেরেলিতে পাসমান্ডা মুসলমানদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বিপুল সংখ্যক মুসলমান যোগী এবং মোদী জিন্দাবাদের স্লোগান তুলেছিল । এদিকে ইউপিতে মুসলিম ভোটব্যাংক বিজেপির দিকে ঝুঁকতে শুরু করায় চাপে ফেলে দিয়েছে মুলায়ম, মায়াবতী ও কংগ্রেসকে । কিন্তু মুসলিম ভোটব্যাংক আদপেই বিজেপির দিকে ঝুঁকছে কিনা তা গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই জানা যাবে ।।