এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ মে : আজ ভোর রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসীদের ঘাঁটি ৯ টি মসজিদকে মিসাইল হামলায় বিধ্বস্ত করে দিয়েছে ভারতীয় সেনা ৷ সেই ধ্বংসের কিছু ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে । কিন্তু কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র দাবি করেছেন, বিজেপি ভারত পাকিস্তান যুদ্ধের ভুয়ো ভিডিও ছড়াচ্ছে । এই বিষয়ে মহুয়ার ফেসবুক পোস্টের স্ক্রীন শর্ট শেয়ার করেছেন রাজ্য বিজেপির যুবনেতা তরুনজ্যোতি তিওয়ারি । যে পোস্টে মহুয়া লিখেছিলেন, ‘বিজেপি ভুয়ো ভিডিও ফেসবুকে ছড়িয়ে সেটা ভারত পাকিস্তান যুদ্ধ দেখাচ্ছে। আসলে এই ভিডিওটা ইস্রায়েল দেশের গাজা কে আক্রমণ করার ভিডিও। সাবধান – এই স্পর্শকাতর সময়ে কোনো বিজেপি দ্বারা প্রচার করা খবর বিশ্বাস করবেন না। এরা সকলে ভুয়ো খবর ছড়াতে এক্সপার্ট।’
প্রতিক্রিয়ায় তরুনজ্যোতি তিওয়ারি লিখেছেন, ‘কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে যত কম বলা যায় ততই ভালো। পার্লামেন্ট থেকে বহিষ্কৃত হয়েছিল একবার দেশবিরোধী কার্যকলাপের জন্য। টাকা পেলে ইনি সবকিছু করতে পারেন। পাকিস্তান স্বীকার করছে যে ভারত তাদের ওপর আক্রমণ করেছে কিন্তু এনার মনে হচ্ছে সবই মিথ্যে।’।