এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,৩০ জুন : কর্ণাটক বিধানসভা নির্বাচনে পরাজয় থেকে শিক্ষা নিয়ে আগামী ২০২৪ লোকসভা নির্বাচনের ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি । একটি ব্যাপক ব্যবস্থাপনা-ভিত্তিক কৌশল সম্পন্ন করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সূত্রের খবর । বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক দেশটিকে তিনটি অঞ্চলে বিভক্ত করেছে-দক্ষিণ, উত্তর এবং পূর্ব ।
বিজেপির প্রধান কৌশলবিদ অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য শীর্ষ নেতাদের নিয়ে গঠিত থিঙ্ক ট্যাঙ্ক ইতিমধ্যেই প্রাথমিক পর্বের একটা ব্লুপ্রিন্ট তৈরি করে রেখেছে । সেই অনুযায়ী ভারতের দক্ষিণ অঞ্চলের ১২৯ টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্তত ৮০ থেকে ৯৫ টি আসনে জেতার লক্ষ্য নেওয়া হয়েছে । তার মধ্যে তেলেঙ্গানায় ১৭ টি, কেরালায় ২০ টি, তামিলনাড়ুতে ৩৯, কর্ণাটকে ২৮ টি এবং অন্ধ্র প্রদেশে ২৫ টি লোকসভা আসন রয়েছে । বিজেপি তার সামাজিক ও ধর্মীয় দিকগুলিকে কেন্দ্র করে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির জন্য একটি নতুন কৌশল তৈরি করেছে বলে জানা গেছে । একইভাবে পশ্চিমবঙ্গের ৪২ টি আসন এবং আসামে ১৪ টি আসন বিজেপির পূর্ব ভারত প্রকল্পের অধীনে রয়েছে ।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে শীঘ্রই বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী এবং দলের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ নেতাদের সাথে একাধিক পরামর্শমূলক বৈঠক করবেন বলে জানা যাচ্ছে । পাশাপাশি প্রতিটি রাজ্যে দলের ইনচার্জ, রাজ্য সভাপতি, সিনিয়র পদাধিকারী এবং সাতটি মোর্চার সঙ্গে বৈঠক করবেন জেপি নাড্ডা । সূত্র জানিয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচন কার্যকরভাবে পরিচালনা করার জন্য কীভাবে একটি কৌশল তৈরি করা যায় সে বিষয়ে নাড্ডা বিস্তারিত আলোচনা করবেন ।।