এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ অক্টোবর : আজ হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের বিধানসভার ভোটগননা চলছে । হরিয়ানায় কংগ্রেস প্রাথমিক গননায় বিজেপিকে অনেক দূরে ফেলে দিলেও সময়ের সাথে সাথে চিত্র উলটে যেতে শুরু করেছস । শেষ পাওয়া প্রবণতা অনুযায়ী হরিয়ানার বুথ ফেরত সমীক্ষাকে ব্যর্থ করে দিয়ে তৃতীয়বার সরকার গঠনের পথে বিজেপি। অন্যদিকে সন্ত্রাস মুক্ত সমাজ আর উন্নয়নে গুরুত্ব না দিয়ে ন্যাশানাল কনফারেন্স(এনসি)- কংগ্রেস জোটেই আস্থা রাখল জম্মু কাশ্মীরের মুসলিমরা । নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, জম্মু-কাশ্মীরের ৯০ টি আসনের মধ্যে এখনো পর্যন্ত জম্মু ও কাশ্মীর জাতীয় সম্মেলন(জেকেএন) ৪২ টি আসনে এগিয়ে আছে । ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে আছে ২৬ টি আসনে । ভারতীয় জাতীয় কংগ্রেস ১০ আসন,জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি(জেকেপিডিপি) ৩, জম্মু ও কাশ্মীর পিপল কনফারেন্স(জেপিসি) ২, সিপিএম ১ এবং অনান্য ৬ টি আসনে এগিয়ে আছে । ম্যাজিক ফিগার ৪৫ অতিক্রম করেছে কংগ্রেসের জোট ।
অন্যদিকে বুথ ফেরত সমীক্ষাকে কার্যত উলটে দিয়ে হরিয়ানায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি । হরিয়ানা বিধানসভার মোট ৯০ টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি(বিজেপি) ৪৯ টি আসনে এগিয়ে আছে । সেখানে কংগ্রেস এগিয়ে আছে ৩৫ টি আসনে৷ বাকি আসনের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (INLD) ১ আসন, বহুজন সমাজ পার্টি(বিএসপি) ১ টি, নির্দল ৪ টি আসনে এগিয়ে আছে । ম্যাজিক ফিগার ৪৫ । সেই হিসাবে বিজেপি ম্যাজিক ফিগার অতিক্রম করে গেছে । এদিকে জয়ের আভাস পেয়ে এ এন আইয়ের ক্যামেরার সামনে গান গাইতে দেখা গেছে প্রাক্তন মন্ত্রী অনিল ভিজকে ।
অন্যদিকে,৩৭০ ধারা অপসারণের পর জম্মু ও কাশ্মীরে দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হল । নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিন দফায় মোট ভোট পড়েছে ৬৩.৮৮ শতাংশ। জম্মু ও কাশ্মীর বিধানসভায় নারীরা উৎসাহের সঙ্গে ভোটদানে অংশ নেন। যেখানে পুরুষদের ভোটের হার ছিল ৬৯.৮৮ শতাংশ, সেখানে নারীদের ভোটের হার ছিল ৭০ শতাংশের বেশি। প্রসঙ্গত,৩৭০ ধারা অপসারণের পর জম্মু-কাশ্মীরে পাথরবাজি ও সন্ত্রাসী হামলার ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব হয়েছে । সেই সাথে ব্যাপক উন্নয়ন হয়েছে উপত্যকায় । উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে পর্যটকদের সংখ্যায় । রাস্তাঘাটসহ পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে জম্মু-কাশ্মীরে । তারপরেও রাজ্যের সংখ্যাগুরু জনগোষ্ঠীর এই প্রকার জনমত খুবই আশ্চর্যজনক । তবে ভোটের পর সমীক্ষায় এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল ।।