এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১১ আগস্ট : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ফের এক সমবায় সমিতি দখল করল বিজেপি । এবারে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভার ভগবানপুর ব্লকের ঝাঁঝরা সমবায় সমিতি জিতেছে বিজেপি । সমবায়ের ৯ টি আসনের সবকটিতে জিতেছে গেরুয়া শিবির ।
বিজয়ী দলীয় প্রার্থীদের অভিনন্দন জানিয়ে শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘চণ্ডীপুর বিধানসভার ভগবানপুর ব্লকের ঝাঁঝরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ-এর পরিচালক মণ্ডলী’র নির্বাচনে চোরেদের পরাজিত করে ৯-০ ফলাফলে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন। রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই।’
সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা পোস্ট করেছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিও৷ তিনি লিখেছেন,’চণ্ডীপুর বিধানসভার ভগবানপুর ব্লকের ঝাঁঝরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ-এর পরিচালক মণ্ডলী’র নির্বাচনে পিসি ভাইপো কোম্পানিকে পরাজিত করে ৯-০ ফলাফলে গেরুয়া ঝড় জয়লাভ করেছেন। রাষ্ট্রবাদী ভাই বোনদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ।’
এদিকে বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলি ব্লকের গাড়না সমবায় সমিতি বিজেপির দখলে এসেছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার৷ তিনি সোশ্যাল মিডিয়ায় এই খবর নিয়ে প্রতিক্রিয়ায় লিখেছেন,’শাসকদলের চোখ রাঙানি উপেক্ষা করে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলি ব্লকের গাড়না সমবায় সমিতি-এর পরিচালক মণ্ডলী’র নির্বাচনে ৯টির মধ্যে ৫টিতে বিজেপি সমর্থিত প্রার্থী জয়লাভ করেছে। নির্বাচিত সকল বিজয়ী প্রার্থীদের গৈরীক অভিনন্দন!’