এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ আগস্ট : গতকাল নবান্ন অভিযানের সময় পুলিশ আন্দোলনকারীদের উপর ব্যাপক লাঠিচার্জ করে । সেই সময় জনৈক আন্দোলনকারীর হাতে থাকা দেশের জাতীয় পতাকা রাস্তায় পড়ে যায় । আর সেই পতাকার উপর জুতো পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিশকে । শুধু তাইই নয়,একজন যুবক পতাকাটি উদ্ধার করতে গেলে পুলিশ তাকে ব্যাপক লাঠিপেটা করে । তারই মাঝে যুবক পতাকাটি উদ্ধার করতে সক্ষম হয় । যে ভিডিও আজ রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
গতকালই বিরোধী দলনেতা জানিয়েছিলেন যে জাতীয় পতাকা অবমাননার দায়ে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন । আজ তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই দলীয় বিধায়ক শঙ্কর ঘোষ দোষী পুলিশকর্মী সহ সিপি মনোজ বর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগপত্রটিও শেয়ার করেছেন । শনিবার কলকাতার পার্কস্ট্রিট থানায় এই এফআইআর দায়ের করা হয়েছে । অভিযোগের বিষয়বস্তু হল : “৯ আগস্ট কলকাতায় নবান্ন অভিযান বিক্ষোভের সময় জাতীয় পতাকার অসম্মান এবং ভারতের পতাকা কোড লঙ্ঘনের জন্য কলকাতা পুলিশের কমিশনার আইপিএস শ্রী মনোজ কুমার ভার্মা এবং অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্তির জন্য ফৌজদারি অভিযোগ।”
শুভেন্দু অধিকারী বলেছেন,’ভারত মাতার অপমান, মানবে না হিন্দুস্তান। মমতা পুলিশ গতকাল নবান্ন চলো’র আন্দোলনকারীদের সাথে কেমন নির্মম অত্যাচার করেছে তা পুরো বিশ্ব অবগত হয়েছে। এই মনোজ বর্মা এবং তার নেতৃত্বাধীন পুলিশ দেশের জাতীয় পতাকা-কেও অপমান করতে ছাড়েনি। জাতীয় পতাকা-কে পদদলিত করে তার অপমান তো করেছেই কিন্তু এক রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভাই যখন জাতীয় পতাকার এই অমর্যাদা না দেখতে পেরে সসম্মানে মাটি থেকে তুলতে যাচ্ছে, তখন তাকে নির্দিষ্ট ভাবে চিহ্নিত করে সিপি মনোজ বর্মার নেতৃত্বাধীন পুলিশ নির্মম ভাবে লাঠিচার্জ করে। আমি গতকালকের এই দেশ বিরোধী ঘটনার তীব্র প্রতিবাদ করছি।
আমাদের সাথী বিজেপি বিধায়ক শ্রী শঙ্কর ঘোষ মহোদয় ইতিমধ্যেই গতকাল কর্তব্যরত কলকাতা পুলিশের এই সব দায়িত্বজ্ঞানহীন দোষী পুলিশকর্মী সহ সিপি মনোজ বর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা এর শেষ দেখে ছাড়বো।’।