এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ নভেম্বর : গত ৪ নভেম্বর থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের(এস আর আর) জন্য গননা ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে ৷ বাড়ি বাড়ি ঘুরে গননা ফর্ম বিতরণের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের এজেন্টদের (BLA) । রাজ্যের শাসকদলের বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগে এগিয়ে থাকলেও পিছিয়ে পড়েছে প্রধান বিরোধীদল বিজেপি । খাতায় কলমে বিজেপির বিএলএ তৃণমূলের থেকে বেশি হলেও রাজ্যের বহু জায়গায় তাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না । এমতবস্থায় নির্বাচন কমিশন গতকাল বিএলএ নিয়োগের নিয়মে শিথিলতা আনায় খুশি বিজেপি । এনিয়ে বুধবার কমিশনের পক্ষ থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের উদ্দেশে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে ।
দিল্লির অশোক নগরের নির্বাচন সদন থেকে জারি করা ওই নির্দেশিকার কপিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি মনে করছেন যে এতে “রাজনৈতিক দল উপকৃত হবে” এবং “অনুপ্রবেশকারী ও মৃত ভোটারদের চিহ্নিত করতে আরো সুবিধা হবে” । তবে শাসকদল তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করেছে ।
আসলে,২০২৩ সালের নির্দেশিকায় বলা হয়েছিল, যে কোনও রাজনৈতিক দলের তরফে যে বিএলএ হবেন তাঁকে সেই বুথের ভোটার হতে হবে। কিন্তু এই নিময় বদল করে মঙ্গলবার কমিশন জানায়, বিএলএ হতে গেলে নির্দিষ্ট বুথের ভোটার না হলেও চলবে। এখন থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই চলবে। শুভেন্দু অধিকারী লিখেছেন,”মাননীয় জাতীয় নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগে নতুন নির্দেশিকা জারি করেছে। জাতীয় নির্বাচন কমিশনের সময়োপযোগী এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। পুরোনো নির্দেশিকাতে বর্ণিত ছিলো যে শুধু মাত্র উক্ত বুথের ভোটারই ঐ বুথের BLA হতে পারবেন। কিন্তু নির্বাচন কমিশন নতুন নির্দেশিকাতে উল্লেখ করেছেন যদি কোনো বুথে BLA নিয়োগ করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় তবে ঐ বিধানসভা কেন্দ্রের অন্য যে কোনো বুথের ভোটার অন্য কোনো বুথেও BLA হতে পারবেন। নির্বাচন কমিশনের BLA নিয়োগের এই পরিধি বৃদ্ধিতে সকল রাজনৈতিক দল উপকৃত হবেন।
এতে অনুপ্রবেশকারী ও মৃত ভোটারদের চিহ্নিত করার ক্ষেত্রে আরো সুবিধা হবে। নতুন এই নির্দেশিকা শক্তিশালী ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরীতে আরো বেশী কার্যকর হবে বলে আশা করা যায়। বাস্তব পরিস্থিতিকে বিচার করে গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপের জন্যে জাতীয় নির্বাচন কমিশন কে আমি ধন্যবাদ জানাই।”
যদিও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে বিজেপির সাথে যোগসাজশ হিসাবে দেখছে তৃণমূল । তৃণমূলের কথায়,বিজেপির ইশারাতেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশনের এই সিদ্ধান্ত আদতে বিজেপিরই সুবিধা করে দিল বলে মনে করছে তারা ।।
Author : Eidin
