এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ নভেম্বর : ছয় রাজ্যের বিধানসভা আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে কেন্দ্রের শাসক দল বিজেপি অভাবনীয় সাফল্য পেয়েছে । সাতটি বিধানসভা আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছে বিজেপি ৷ একটি করে আসন জিতেছে শিবসেনা,রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং তেলেঙ্গানার টিআরএস । গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে উপনির্বাচনে বিজেপির জন্য এই সাফল্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উত্তরপ্রদেশের গোকারনাথ বিধানসভা আসনে বিজেপি প্রার্থী আমান গিরি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং সমাজবাদী পার্টি (এসপি) প্রার্থীকে ৩৪,০০০ ভোটে পরাজিত করেছে । হরিয়ানার আদমপুর বিধানসভা আসনেও বিজেপি জিতেছে । বিজেপির প্রার্থী ভব্য বিষ্ণোই তার নিকটতম কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী জয় প্রকাশকে প্রায় ১৬,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন । বিহারের গোপালগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনে জিতে আসানটি বিজেপি নিজেদের দখল ধরে রেখেছে । বিধায়ক সুভাষ সিংয়ের মৃত্যুর কারণে এই আসনে উপনির্বাচন হয় । সুভাষ সিংয়ের স্ত্রী কুসুম দেবী
বিজেপির প্রার্থী হয়েছিলেন। কুসুম দেবী ৭০,০৩২ ভোট পেয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরজেডি-র মোহন গুপ্তা পেয়েছেন ৬৮,২৪৩ টি ভোট ।
তবে তেলেঙ্গানার একটি গুরুত্বপূর্ণ আসনে হাড্ডাহাড্ডি লড়াই করেও পরাজয়ের মুখ দেখতে হয়েছে বিজেপিকে । তেলেঙ্গানার মুনুগোদে (Munugode) আসনে বিজেপি মাত্র ৫,৮০০ ভোটে টিআরএসের কাছে পরাজিত হয়েছে । এখানে টিআরএস পেয়েছে ৭৪,৫৭৭ টি ভোট । বিজেপির প্রাপ্য ভোট ৬৮,৭৭৬ । যেখানে কংগ্রেস ও বহুজন সমাজ পার্টির সম্মিলিত ভোট ২০,০০০ কিছুটা বেশি । উল্লেখ্য,মুনুগোদে আসনটিকে পাখির চোখ করেছিল রাজ্যের শাসকদল টিআরএস । প্রতিটি গ্রাম দেখার জন্য তারা একজন করে বিধায়ককে দায়িত্ব দিয়েছিল । তা সত্ত্বেও এই আসনে পদ্ম ফোটার আশা ছিল । কিন্তু না জিতলেও বিজেপি রাজ্যের শাসকদলকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছিল ।।