এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৫ এপ্রিল : কাটোয়া পুর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে গৃহসম্পর্ক অভিযান চালালেন পূর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ । বিলি করলেন দলীয় ইস্তেহার । তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কাটোয়া(নগর) মণ্ডল সভাপতি অনুপ বোসসহ বেশ কিছু দলীয় কর্মী । এদিন গৃহসম্পর্ক অভিযানে বেড়িয়ে এলাকার মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন বলে দাবি করলেন বিজেপির জেলা সভাপতি ।
এদিন সকালে প্রথমে কাটোয়া পুর এলাকার শক্তি কেন্দ্রের প্রমুখ ও বুথ সভাপতিদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন কৃষ্ণ ঘোষ । কাটোয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্রের প্রমুখ আশিষ দাসের বাড়িতে এই বৈঠকটি হয় । ওই বৈঠকে জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাঢ়বঙ্গ জোনের বিস্তারক ধনঞ্জয় কারক ।
আগামী বিধানসভা নির্বাচনে প্রতি বুথে ৬ জন করে পোলিং এজেন্ট রাখা,প্রচারে তৃণমূল সরকারের দুর্নীতি ও সন্ত্রাস তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলি সাধারন মানুষের মধ্যে আরও বেশি করে তুলে ধরার নির্দেশ দেন জেলা সভাপতি । বৈঠক শেষে তিনি দলীয় কর্মীদের সঙ্গে কাটোয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরে পুরবাসীদের হাতে দলীয় ইস্তেহার তুলে দিয়ে আসেন । তারপর বিকেলের দিকে কাটোয়া শহরের দলের বুথ সভাপতিদের নিয়ে ফের একটি বৈঠকে বসেন কৃষ্ণ ঘোষ । কৃষ্ণ ঘোষ জানিয়েছেন, এদিন রাতের দিকে দলের শিক্ষক সংগঠন কাটোয়া শাখার সঙ্গে একটি বৈঠক রয়েছে । আগামী বিধানসভা নির্বাচনে শিক্ষক সংগঠনকে কিভাবে কাজে লাগানো যায় মূলত সেই বিষয়ে আলোচনা হবে । এছাড়া মঙ্গলবার কাটোয়ার দাঁইহাটের টাউন হলে বুথ কর্মী সম্নেলন রয়েছে । ওই সম্মেলনে দলের আগামী দিনের কার্যক্রমের রুপরেখা ঠিক করা হবে বলে জানিয়েছেন কৃষ্ণবাবু ।।