এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,৩১ ডিসেম্বর : অন্ধ্রপ্রদেশের গুন্টুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি জনপ্রিয় জনবসতি এলাকা ও ওই এলাকায় নির্মিত একটি টাওয়ারের নাম রয়েছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর নামে । এবার ওই নাম পরিবর্তনের দাবি তুললো বিজেপি । বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সম্পাদক ওয়াই সত্য কুমার ট্যুইটারে লিখেছেন, ‘এই টাওয়ারের নামকরণ করা হয়েছে জিন্নাহ এবং এলাকাটির নামকরণ করা হয়েছে জিন্নাহ সেন্টার । হাস্যকরভাবে,এটি পাকিস্তানে নয়, অন্ধ্র প্রদেশের গুন্টুর শহরে । যে কেন্দ্রের নাম আজও ভারতের বিশ্বাসঘাতকের নামে । ডাঃ কালাম বা একজন মহান দলিত কবি গুরম যশুভার নামে কেন এর নামকরণ করা উচিত নয় ?’
এই বিষয়ে অন্ধ্রপ্রদেশ বিজেপির সভাপতি সোমু বীররাজু একটি বিবৃতি জারি করে বলেছেন,’গুন্টুরে টাওয়ারের জন্য জিন্নাহর নাম দেওয়ার তীব্র বিরোধিতা করছে বিজেপি । জিন্নাহ ভারতকে ভাগ করে পাকিস্তান গঠনের জন্য দায়ী ছিলেন । দেশের মানুষের মধ্যে শত্রুতার বীজ বপন করেছিলেন ।এখনও পাকিস্তান ভারতকে তার প্রধান শত্রু হিসাবে মনে করে । পাশাপাশি তিনি জানিয়েছেন, রাজ্য সরকার ভারতের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা পালনকারী অন্য একজন দেশপ্রেমিকের নামে টাওয়ারটির নামকরণ করুক । বীররাজুর দাবি, ‘শুধু গুন্টুর নয়, সরকারের উচিত দেশের সব জায়গার নাম বদলানো, যেগুলো ভারত ভাগের জন্য দায়ীদের নামে নামকরণ করা হয়েছে ।’
প্রসঙ্গত,গুন্টুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জিন্নাহ সেন্টার । ওই জায়গায় মহাত্মা গান্ধী রোডে একটি টাওয়ারও তৈরি করা হয়েছে । যার নাম জিন্নাহ টাওয়ার । এটি ১৯৪৫ সালে নির্মান করা হয়েছিল । পাকিস্তান সরকার ২০১৭ সালে একটি টুইটও করেছিল । তাতে লেখা হয়েছিল, ‘জিন্নাহ টাওয়ার অন্ধ্রপ্রদেশের গুন্টুর শহরের একটি ল্যান্ডমার্ক স্মৃতিস্তম্ভ। এটি পাকিস্তানের পিতা মোহাম্মদ আলী জিন্নাহর নামে নামকরণ করা হয়েছে। এবং শান্তি ও সম্প্রীতির প্রতীক হিসেবে শহরের গান্ধী রোডে অবস্থিত ।’
এবার ওই এলাকা ও এলাকায় নির্মিত টাওয়ারের ‘ নাম থেকে ‘জিন্নাহ’ সরানোর দাবি তুলে দিল বিজেপি । দলের নেতাদের দাবিকে সমর্থন করে বিজেপির রাজ্য সহ-সভাপতি এস বিষ্ণুবর্ধন রেড্ডিও অবিলম্বে জিন্নাহ টাওয়ারের নাম পরিবর্তন করার দাবি জানিয়েছেন । তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং তো এক ধাপ এগিয়ে গিয়ে জিন্নাহ টাওয়ার ভেঙে ফেলার হুমকিও দিয়ে দিয়েছেন ।
অন্যদিকে ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস দল দাবিব করেছে, বিজেপি নেতারা রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করছে । ওয়াইএসআর-এর সাধারণ সম্পাদক এবং গুন্টুর শহরের বিধায়ক লায়লা আপ্পি রেড্ডি বলেছেন, ‘জিন্নাহ টাওয়ার ভারত স্বাধীন হওয়ার অনেক আগেই তৈরি হয়েছিল । এখন বিজেপি নেতারা হঠাৎ এর নাম নিয়ে এতটা চিন্তিত হয়ে পড়ল কেন বুঝতে পারছি না ।’।