এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ মে : কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় এবং বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিলের দাবি তুলল বিজেপি । বিজেপির অভিযোগ,তৃণমূলের ওই দুই প্রার্থীরই মনোনয়নে ত্রুটি রয়েছে । মনোনয়ন প্রত্যাহারের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন দুই বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ও রেখা পাত্র । রাজ্য বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় আজ বুধবার সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন, মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপার্সন । এটি একটি অফিস অফ প্রফিট । বিজেপির দাবি,কলকাতা পুরসভা থেকে বেতন নিয়েছেন, গাড়ি ব্যবহার করেছেন, সেই পদ থেকে ইস্তফা না দিয়েই প্রার্থী হয়ে তিনি অনুচিত কাজ করেছেন ।
অন্যদিকে হাজি নুরুল ইসলামের ক্ষেত্রে তিনি দাবি করেন যে তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত বসিরহাটের সাংসদ ছিলেন । ২০১৪ এবং ২০১৯ সালে তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি । কিন্তু এবারের নির্বাচনে তিনি মনোনয়নপত্রে ২০১৪ সাল পর্যন্ত তাঁর বিদ্যুতের বিল, বাড়িঘর সংক্রান্ত বিল সব মেটানো আছে কি না, তার উল্লেখ করেননি । নিয়ম অনুযায়ী, নো ডিউ সার্টিফিকেট জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিলের দাবি জানায় বিজেপি ।
এদিন জগন্নাথবাবু বলেন, আমাদের বীরভূম কেন্দ্রের প্রার্থী দেবাশিস ধর নো ডিউজ সার্টিফিকেট জমা না দেওয়ায় তাঁর প্রার্থীপদ বাতিল হয়েছে। নো ডিউজ সার্টিফিকেট দেওয়ার শেষ সময় ছিল ১৪ মে বিকেল ৩টে। কিন্তু তার মধ্যে ওই নথি নির্বাচন কমিশনে জমা দিতে পারেননি হাজি নুরুল ইসলাম। তাই তার প্রার্থীপদ বাতিল হওয়া উচিত। যদিও নির্বাচন কমিশন তাদের প্রার্থীপদ বাতিলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বলে জানা গেছে ।।