এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১২ নভেম্বর : রাষ্ট্রপতিকে নিয়ে তৃণমূলের কারামন্ত্রী অখিল গিরির ‘কুরুচিকর’ মন্তব্যের সমালোচনা করল বিজেপি । শুক্রবার শহীদ দিবস উদযাপন উপলক্ষে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে একটি সভার আয়োজন করা হয়েছিল । সভায় অখিল গিরি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । ওই সভায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর বাহ্যিক রূপ নিয়ে ‘কুরিচিকর’ মন্তব্য করে বসেন অখিল গিরি । তিনি প্রকাশ্য সভায় বলেছেন,’তিনি (সুভেন্দু অধিকারী) বলেছেন আমি সুন্দর নই । সে কতটা সুদর্শন? আমরা রূপের বিচার করিনা । আমরা তোমাদের রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করি । তোমাদের রাষ্ট্রপতি দেখতে কেমন দেখতে, বাবা-আ-আ ?’
এদিকে রাষ্ট্রপতিকে নিয়ে রাজ্যের কারামন্ত্রীর এই প্রকার ‘কুরুচিপুর্ণ’ মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হয়েছে বিজেপি । রাজ্য বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে অখিল গিরির বক্তব্যের ১২ সেকেন্ডের ভিডিও শেয়ার করে লিখেছে,’রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আদিবাসী সম্প্রদায়ের । টিএমসির কারামন্ত্রী অখিল গিরি রাজ্যের মহিলা কল্যাণ বিভাগের মন্ত্রী শশী পাঁজার উপস্থিতিতে তার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন । মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি আদিবাসী বিরোধী ।’
বিজেপি নেতা অমিত মালব্যও একই ভিডিও টুইটারে পোস্ট করে লিখেছেন,’মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে অপমান করে বলেছেন, “আমরা চেহারা নিয়ে চিন্তা করি না। কিন্তু আপনার রাষ্ট্রপতি দেখতে কেমন ?” মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই আদিবাসী বিরোধী ছিলেন, তিনি রাষ্ট্রপতি মুর্মুকে সমর্থন করেননি । এখন এটি ঘটল । বক্তৃতার লজ্জাজনক স্তরে পৌঁছে গেছে ।’
তবে এই প্রথম নয়, মুর্শিদাবাদের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন । তিনি রাষ্ট্রপতিকে ‘রাষ্ট্রপত্নি’ বলে সম্মোধন করেন । তিনি ছাড়াও আরও এক কংগ্রেস নেতা উদিত রাজ রাষ্ট্রপতিকে ‘চাটুকার’ বলেছিলেন । যদিও এনিয়ে দেশ জুড়ে নিন্দার ঝড় বইতেই দুজনেই তাদের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন ।।