শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০৯ জুলাই : পূর্ব বর্ধমান জেলার একাধিক ব্লকে শাসক দলের বিরুদ্ধে বেপরোয়া ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে । তার মধ্যে পূর্বস্থলী-২ ব্লকের ৩ পঞ্চায়েতের ১৬ টি বুথে পুন:নির্বাচনের দাবিতে আজ রবিবার বিডিওকে স্মারকলিপি জমা দিল বিজেপি ও সিপিএম । তাদের অভিযোগ শনিবার পঞ্চায়েত ভোটের দিন পূর্বস্থলী-২ নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ৮ টি বুথ, মুকশিমপাড়া পঞ্চায়েতের ৫ টি বুথ এবং নিমদহ পঞ্চায়েতের ৩ টি বুথে দেদার ছাপ্পা ভোট মেরেছে তৃণমূলের হার্মাদ বাহিনী ।
পূর্বস্থলীর সিপিএম নেতা মহম্মদ বিনকাশিম শেখ বলেন,’পিলা অঞ্চলের ২,৬, ৯,১০,১২,১৩,১৫,১৬ এই ৮ বুথে বেপরোয়া ছাপ্পা মেরেছে তৃণমূলের হার্মাদরা ৷ সকাল থেকে আমাদের এজেন্টদের বুথে ঢুকতে দেয়নি । বিকেলে তৃণমূলের বাইকবাহিনী দাপিয়ে বেড়িয়েছে । পিলা অঞ্চলের ২ নম্বর বুথের আমাদের এজেন্টকে মেরে হাত ভেঙে দিয়েছে । এছাড়া মুকশিমপাড়া পঞ্চায়েতের ১১১,১১২ এবং ১১৭,১০২ এবং ১০৩ বুথগুলিতে বেপরোয়া রিগিং করেছে শাসকদল । ১০২ নম্বর বুথে আমাদের প্রার্থীর জায়গায় তৃণমূলের প্রতীক ছিল । ফলে ভোট শুরু হতে দেরি হয় । পাশাপাশি নিমদহ অঞ্চলের ৭১,৭৪, আর ৭৭ এই বুথগুলিতে নির্বিচারে ছাপ্পা দিয়েছে ।’
স্থানীয় বিজেপি নেতা অমর দাস বলেন,’পাটুলির পঞ্চায়েতের তিনটে বুথে দুষ্কৃতীবাহিনী ছাপ্পা ভোট দিয়েছে। হাতে আগ্নেয়াস্ত্র দেখে পালিয়ে আসতে হয়েছে ভোটারদের। ভোট দিতে না পেরে এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছে। এইসব বুথগুলোতে পুনরায় ভোট গ্রহণ না করলে গণতন্ত্র বিপন্ন হবে। তাই আমাদের দলের তরফে পুন:নির্বাচনের দাবি জানাচ্ছি । বিডিও তাদের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন ।’
যদিও এদিন পূর্বস্থলী-২ ব্লকের বিডিও-এর সঙ্গে দুই বিরোধী দলের নেতাদের আলোচনার সময় সংবাদমাধ্যমের ঢোকার অনুমতি ছিল না । বিডিওর তরফ থেকে এনিয়ে কোনো বিবৃতিও দেওয়া হয়নি ।।