পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),১৯ জানুয়ারী : বিজেপির তরফে ফর্ম-৭ জমা দিতে যাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা শাসকের অফিস চত্বর । আজ সোমবার সকালে বিজেপির নেতাকর্মীরা মহকুমা শাসকের দপ্তরে আসতেই তৃণমূলের বেশ কিছু মহিলা ও পুরুষ “জয় বাংলা” এবং “যতই করো মামলা,আবার জিতবে বাংলা” প্রভৃতি শ্লোগান তুলে বিজেপির পথ আটকায় । পালটা “জয় শ্রীরাম” শ্লোগান দিতে শুরু করে বিজেপি । দু’দলের মহিলাকর্মীরা একে অপরকে জুতো দেখায় । আগে থেকেই মজুত ছিল পুলিশ ও র্যাফ বাহিনী । পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তিও হয় । যদিও এদিন নিজের দপ্তরেই আসেননি কালনা মহকুমা শাসক । ফলে ফর্ম-৭ জমা না দিয়েই ফিরতে হয় বিজেপিকে । এনিয়ে তারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
বিজেপির অভিযোগ, রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বাঁচাতে তৃণমূল ও পুলিশ মিলে তাদের বাধা দিয়ে ফর্ম-৭ জমা দিতে দেয়নি । পুলিশ দলদাসের কাজ করছে, বিজেপিকে আটকালেও তৃণমূল কর্মীদের আটকানোর কোনো আগ্রহই ছিল না পুলিশের । বিজেপির আরও অভিযোগ যে বারবার ফোন করে ফর্ম-৭ জমা দেওয়ার কথা জানানো হলেও মহকুমা শাসক ইচ্ছাকৃতভাবে আজ নিজের দপ্তরের আসেননি । যদিও তারা জানিয়েছেন যে ইমেলের মাধ্যমে তারা ফর্ম-৭ দেবেন এবং বিষয়টি নিয়ে অভিযোগ জানাবেন । অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি চক্রান্ত করে যোগ্য ভোটারদের নাম বাদ দিতে চাইছে ।।
