এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,২৬ মার্চ : বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির ‘হেভিওয়েট’ প্রার্থী কবিয়াল অসীম সরকার জেলায় পা রাখতেই বিতর্কে জড়িয়েছেন। ৪৭ সেকেণ্ডের একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। আর এই ভিডিও তে বিজেপি প্রার্থী অসীম সরকারকে দেখা যাচ্ছে তিনি তার ঘনিষ্ঠজনদের সঙ্গে একান্তে ঠাট্টাচ্ছলে কিছু কথাবার্তা বলছেন। আর প্রবীণ কবিয়ালকে ওইসময় যে ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে তা যথেষ্ট অশালীন। বস্তুতপক্ষে এই ভিডিওকে রাজনৈতিক হাতিয়ার করেছে প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস। সামাজিক মাধ্যমে পোষ্ট করে প্রশ্ন তোলা হয়েছে,” বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের মুখের ভাষা শুনে নিন। এরা যাবে সংসদে।” যদিও বিজেপির দাবি, তিনবছর আগের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে বিজেপিকে হারাতে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এবারে সুনীল মণ্ডলকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। তার পরিবর্তে কাটোয়ার অগ্রদ্বীপের মেয়ে পেশায় মনোরোগ বিশেষজ্ঞ শর্মিলা সরকারকে প্রার্থী করা হয়েছে। তবে শর্মিলাদেবী রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তাকে প্রার্থী করে চমক আনার চেষ্টা করেছে শাসকদল। তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণার বেশকয়েকদিন পর বিজেপি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। বিজেপির বিধায়ক প্রখ্যাত কবিয়াল অসীম সরকারকে এই কেন্দ্রে প্রার্থী হিসাবে মনোনীত করে কার্যত মাষ্টারস্ট্রোক দিয়েছে বিজেপি। কারন, বিজেপির আশা পূর্ববঙ্গ থেকে আগত শরনার্থী ভোটারদের ভোট একচেটিয়া যাবে অসীম সরকারের পক্ষেই। তাছাড়া অসীম সরকার একটা পরিচিত মুখও বটে। প্রার্থী হিসাবে তার তার নামঘোষণার পরেরদিনেই পূর্ব বর্ধমানে পা রেখেছেন অসীম সরকার। কালনা, কাটোয়া প্রভৃতি এলাকায় তিনি ইতিমধ্যে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন।
কিন্তু সোমবার সন্ধ্যা থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এইদিন ওয়েবডেস্ক) গাড়িতে চালকের পাশে বসে রয়েছেন অসীম সরকার। আর ঘার ঘুরিয়ে পিছনে বসে থাকা সঙ্গীদের সঙ্গে ঠাট্টাচ্ছলে কিছু কথাবার্তা বলছেন। আর ওই কথোপকথন যথেষ্ট অশালীন ভাষায় বলতে শোনা যাচ্ছে প্রবীণ কবিয়ালকে। এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।যাতে অস্তস্তিতে পড়েছে বিজেপি শিবির।
বিজেপির যুবমোর্চার বর্ধমান বিভাগের কনভেনর সৌমেন কার্ফা এনিয়ে এদিন মঙ্গলবার পাল্টা বিবৃতি দিয়েছেন। সৌমেন কার্ফা বলেন,” ওই ভিডিওটি তিনবছর আগের। উড়িষ্যায় যাওয়ার সময় অসীম সরকার তার ব্যক্তিগত পরিসরে একান্তে ইয়ার্কিচ্ছলে কিছু বলেছেন। সেই কথোপকথন লুকিয়ে রেকর্ডিং করে কেউ অন্যদলের হাতে তুলে দেয়। এখন তৃণমূল, সিপিএম এটি হাতিয়ার করার চেষ্টা করছে। তবে দুই বর্ধমানেই বিজেপির প্রার্থীরা জিতছেন এটা বুঝতে পেরেই ওরা এসব করছে। তাতে লাভ হবে না।” তবে দলীয় সূত্রে জানা গিয়েছে এই ভিডিও ভাইরাল হওয়ার পর অসীমবাবুকে দলের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে তিনি যেন বিষয়টি নিয়ে সতর্ক থাকেন।।