শ্যামসুন্দর ঘোষ,কালনা ও কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ মার্চ : মন্দিরে পূজো দিয়ে ভোটের প্রচারে পুরদমে নেমে পড়লেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর, কালনা ও কাটোয়ার বিজেপি প্রার্থীরা । শনিবার দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে প্রথমে মন্তেশ্বর ব্লকের দেনুরের দীননাথের মন্দির ও পরে মন্তেশ্বরের চামুন্ডা মন্দিরে পূজো দিতে যান মন্তেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী সৈকত পাঁজা । তারপর তিনি পায়ে হেঁটে জনসংযোগ অভিযানে বেড়িয়ে পড়েন । তাঁর সঙ্গে ছিলেন মন্তেশ্বরে বিজেপির ১৪ নম্বর মণ্ডলের সভাপতি রাজেশ রায়, মন্তেশ্বর বিধানসভার কো-কনভেনর তড়িৎ রায় প্রমুখ ।
প্রায় একই সঙ্গে মন্দিরে পূজো দিয়ে প্রচার অভিযান শুরু করলেন কালনা ও কাটোয়া বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুন্ডু ও শ্যামা মজুমদার । এদিন সকালে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কালনার সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়ে পূজো দেন বিশ্বজিৎবাবু । অন্যদিকে কাটোয়া শহরের ক্ষ্যাপা কালী ও ঝুপ কালিতলায় পুজো দিয়ে এলাকায় প্রচার শুরু করেন বর্ষীয়ান বিজেপি নেত্রী শ্যামাদেবী । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ ও কাটোয়া নগর মন্ডল সভাপতি অনুপ বোস প্রমুখ দলীয় নেতারা ।
এদিকে গত শুক্রবার থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন কাটোয়া মহকুমা এলাকার মঙ্গলকোট বিধানসভার বিজেপি প্রার্থী রানা প্রতাপ গোস্বামী । এদিন তিনি ক্ষীরগ্রামে সতীপীঠ যোগাদ্যা মন্দিরে পূজো দেওয়ার পর এলাকায় প্রচার চালান । তারপর আওগ্রামে যান । সেখানে গোপীনাথ মন্দিরে পূজো দেওয়ার পর দলীয় কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে গ্রামে প্রচার সারেন । এদিকে আগামী নির্বাচনে দলীয় কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দিতে কেতুগ্রামে একটি বৈঠক করলেন বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ । কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মথুরা ঘোষও ওই বৈঠকে উপস্থিত ছিলেন ।।