প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ মার্চ : বর্ধমানের জেলা বিজেপি পার্টি অফিসের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবেন বলেন হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী । শনিবার সংবাদ মাধ্যমকে পূর্ব বর্ধমানের গলসি বিধানসভার বিজেপি প্রার্থী তপন বাগদী বলেন ,বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব গলসি বিধানসভার প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষনা করেছেন।তপন বাগদীর অভিযোগ, প্রার্থী হিসাবে তাঁকে মেনেনিতে পারছেন না জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা ও বর্ধমান- দুর্গাপুর লোকসভার সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া । জেলা বিজেপি সভাপতি ও সাংসদ প্রার্থীপদ থেকে সরে যাওয়ার জন্য তাঁকে চাপ সৃষ্টি করে চলেছেন বলে তপন বাগদি এদিন অভিযোগ করেন ।
এই প্রসঙ্গে তপন বাগদি এদিন কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন ,“প্রার্থীপদ থেকে তিনি কোনও ভাবেই সরে দাঁড়াবেন না।চাপ সৃষ্টি করা হলে তিনি জেলা বিজেপি পার্টি অফিসের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবেন“।ভোটের মুখে বিজেপি প্রার্থীর এমন হুঁশিয়ারি শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে । তবে ঘটনার কথা জেনে উৎফুল্ল জেলার তৃণমূল নেতৃত্ব ।
বিজেপি প্রার্থী তপন বাগদীর আনা অভিযোগের বিষয়ে জানার জন্য জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা কে ফোন করা হলে তিনি বলেন , “বিজেপির প্রার্থী নির্বাচনের সবটাই কেন্দ্রীয় ভাবে হয় । আমরা প্রার্থী ঠিক করার কেউ নই । মনে হয় কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে । ওইসব ঠিক হয়েযাবে । আমি কথা বলে নেব“। তৃণমূলের রাজ্যের মুখপাত্র দেবু টুডু এই প্রসঙ্গে বলেন , “বিজেপির গোষ্ঠীদন্দ নতুন কোনও ঘটনা নয় ।এবার প্রার্থী নির্বাচন নিয়েও ওদের গোষ্ঠীদন্দ প্রকাশ্যে চলে আসলো। আগামী দিনে রাজ্যবাসী এমন আরও নানা ঘটনার স্বাক্ষী থাকবেন বলে দেবু টুডু মন্তব্য করেছেন ।’।