প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৫ এপ্রিল : বিজেপি পার্টিকে ’ওয়াশিং মেশিন’ বলে দাবি করে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর এবার মুখ্যমন্ত্রীর সেই দাবিকেই যেন শিলমোহর দিয়ে বসলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার।এ নিয়ে তাঁর ’বক্তব্য,“ত্রুটি থাকা কেউ মেদিজীর সংস্পর্ষে এসে গেলেই সে কিন্তু পরিস্কার হয়ে গেল“ । বিজেপি প্রার্থী অসীমের এহেন বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে । অসীমের বক্তব্যকে সত্যেরই প্রকাশ বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।
ভোটের প্রচারের জন্যে বিজেপি প্রার্থী অসীম সরকার গত শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুরে এসেছিলেন।ওইদিন তিনি জামালপুরের হালারায় বিপত্তরিণী মায়ের পুজো দিয়ে প্রচার শুরু করেন। সারাদিন তিনি প্রচারে ব্যস্ত ছিলেন। বিপত্তারিনি তলা থেকে জামালপুর বাসস্ট্যাণ্ড পর্যন্ত তিনি রোড শোও করেন।ওই দিন অসীম সরকার কিছু জনসাধারণের সামনে যে বক্তব্য পেশ করেছিলেন সেটাই ভাইরাল হয়েছে।
ওই ভিডিও বক্তব্য অনুযায়ী বিজেপি প্রার্থী অসীম সরকার সেখানে বলছেন,’এবার দুর্নীতির বিরুদ্ধে ভোট হবে।চোরেদের বিরুদ্ধে ভোট হবে। রোহিঙ্গাদের বিরুদ্ধে ভোট হবে। সিএএর স্বপক্ষে ভোট হবে।অসীম যখন এইসব কথা বলছেন তখন কেউ প্রশ্ন করে বসেন,“সারদা, নারদা সহ অন্যান্য অনেক দুর্নীতিতে বিজেপির অনেকেরই নাম আছে তাহলে তাঁরাও কি চোরদেরই সাপোর্ট করছেন?’ উত্তরে অসীম প্রথমে কবিয়ালের ভূমিকায় বলেন,’সাধু সঙ্গ- সাধু সঙ্গ -সর্ব শাস্ত্রে কয়।লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয় ।’ এর পরেই অসীম বলেন,’যদি কারোর কোনো ’ত্রুটিও’ থাকে সে মোদিজীর সংস্পর্শে এসে ’শুদ্ধ’ হয়ে গেছেন।পরিস্কারও হয়ে গেল ।’
ত্রুটি ওয়ালাদের মোদিজীর সংস্পর্শে এসে পরিস্কার হয়ে যাওয়ার দাবি করেই খান্ত হননি অসীম সরকার। তিনি রাজ্য সরকারেরও তীব্র সমালোচনা করেন।এছাড়াও তৃণমূলকে চোরেদের দল ও সরকার বলে তিনি সম্বোধন করেন।তিনি দাবি করেন,বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে তিনি ব্যাপক সারা পাচ্ছেন। জামালপুরে জেতার ব্যাপারে তিনি যে আশাবাদী সেকথাও অসীমকে বলতে শোনা যায়।
এবিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস সোমবার বলেন,’ভিডিওটা আমিও দেখেছি । তার থেকেই এবার সত্য প্রকাশ্যে এসেছে।বিজেপি আসলে ওয়াসিং মেশিন। এটা এখন আর শুধুমাত্র আমাদের দেশ নয়,সারা পৃথিবী মানুষ এটা জেনে গেছেন ।’।