এইদিন ওয়েবডেস্ক,হুগলি,১৭ মার্চ : ভোটের লড়াইয়ে বিজয়ী হবার জন্য মন্দির,মসজিদ বা গুরুদ্বোয়ারায় গিয়ে প্রার্থনা করতে আকছার দেখা যায় রাজনৈতিক দলের নেতা বা নেত্রীদের ৷ ভোটের মরশুমে ধর্মীয় গুরুদের আশীর্বাদ নেওয়ার জন্য কার্যত হিড়িক পড়ে যায় । কিন্তু স্বয়ং কোনও সাধু বা সন্ন্যাসী হাজার মাইল পার করে এসে প্রার্থীকে বিজয়ী হবার আশীর্বাদ করে গেছেন এমন দৃষ্টান্ত বিরল ভারতীয় রাজনীতির ইতিহাসে । এমনই বিরলতম ঘটনা ঘটল হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের ক্ষেত্রে । হরিদ্বারের এক নাগা সাধু বুধবার স্বয়ং প্রবীরবাবুর অফিসে এসে তাঁকে জয়ী হবার আশীর্বাদ দিয়ে গেলেন । আর এই অযাচিত আশীর্বাদ পেয়ে খুশির ছাপ স্পষ্ট বিজেপি প্রার্থীর চোখে মুখে ।
এদিন সকালে হঠাৎ হরিদ্বারের এক নাগা সন্ন্যাসীর আগমন ঘটে হুগলি জেলার কোন্নগরে। তার সাথে আরও কয়েকজন সাধু সন্ন্যাসী ছিলেন । তাঁরা সটান উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের অফিসে পৌঁছে যান । তারপর প্রবীরবাবুকে ভোটে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিয়ে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন ওই সন্ন্যাসীর দলটি ।
এবিষয়ে বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল বলেন, ‘আমি সন্ন্যাসী মহারাজদের চিনি না । সন্ন্যাসীদের কথায়,ওনারা হরিদ্বার যাচ্ছিলেন । যাবার পথে কোনও কারনে আমার কথা ওনাদের মনে আসে । তারপর ওনারা ব্যান্ডেল থেকে প্রথমে আমার বাড়ি যান । সেখানে আমায় না পেয়ে আমার অফিসে এসে আশীর্বাদ করে যান । আমার এটা অলৌকিক ব্যাপার মনে হল ।’ বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করার পর ওই সন্ন্যাসী দলটি ফের হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হন বলে জানা গেছে ।।