এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৩ এপ্রিল : প্রচারে বেরিয়ে বাথরুম করার নামে বাড়িতে ঢুকে বধূকে একা পেয়ে হেনস্থার অভিযোগ উঠল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার ভাইপোকে বিজেপি প্রার্থীর দেহরক্ষীরা মারধর করেন বলেও অভিযোগ । যদিও তৃণমূলের লোকজনের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে বলে পালটা অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী মতিবুর রহমান । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার খাড়াগ্রাম এলাকায় । রাতেই দুপক্ষ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিতসা করান । খবর পেয়ে রাতেই এলাকায় বিরাট পুলিশ বাহিনী নিয়ে যান হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে খাড়াগ্রাম এলাকায় প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী । ওই সময় একটি বাড়িতে বাথরুম করতে ঢোকেন তিনি । বাথরুমটি বাড়ির পিছনে । বধুর পরিবারের অভিযোগ, ওই সময় বাড়িতে একাই ছিলেন বধূ। বাথরুম থেকে বেরিয়ে সোজা বধূর ঘরে ঢুকে যান বিজেপি প্রার্থী । বধূর পরিবার তাকে ভোট দিলে মোটা টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয় । কিন্তু মহিলা সাফ জানিয়ে দেন যে, তার কাকাশ্বশুর তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, তারা সকলেই তৃণমূল করেন। ফলে অন্য কোনও দলকে ভোট দিতে পারবেন না। এর পরেই তার শরীরে হাত দিয়ে বিজেপি প্রার্থী জোরাজুরি শুরু করেন বলে অভিযোগ । এমনকি তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন ওই বধূ।
জানা গেছে,খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় মালিওর-২ গ্রাম পঞ্চায়েতের সদস্য মহম্মদ আলাউদ্দিন । তিনি প্রতিবাদ করলে তাকে ও তার ভাইপোকে বিজেপি প্রার্থীর দেহরক্ষীরা মারধর করেন বলে দাবি করা হচ্ছে । টেনে-হিঁচড়ে তার পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। জানা গেছে,ঘটনার জেরে বিজেপি প্রার্থীকে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয় বলে । তারপর প্রার্থীকে কোনও রকমে সেখান নিয়ে ফিরে যান দেহরক্ষীরা ।
ওই বধূর অভিযোগ, ‘উনি বাথরুম যাওয়ার কথা বললে আমি তাঁকে বাথরুম দেখিয়ে দিই । তারপর উনি ফিরে এসে বলেন, তাঁকে ভোট দিতে হবে । কিন্তু আমরা টিএমসি করি বলায় উনি আমাকে ৩০-৪০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখায়। আমি কোনওমতেই রাজি না হওয়ায় আমার সঙ্গে অভব্য আচরণ শুরু করেন বিজেপি প্রার্থী ।’
অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে বিজেপি প্রার্থী মতিবুর রহমান কোনও মন্তব্য করতে চাননি । তবে বিজেপির হরিশ্চন্দ্রপুরের অবজার্ভার অনিরুদ্ধ সাহার অভিযোগ, প্রচারের সময় তৃণমূলের লোকজনেই আমাদের দলীয় প্রার্থীর সঙ্গে অভব্য আচরণ করে। টানাহ্যাচড়া করে তার পোশাক ছিঁড়ে দেয়। আমরা কোনও গন্ডগোল না করে ফিরে আসি। ওই পরিবার মতিবুরের আত্মীয় বলেই বাথরুম করতে গিয়েছিল । তারপরেও পরিকল্পনা করেই প্রার্থীকে হেনস্থা করা হয় ।’
যদিও গ্রাম পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল সদস্য মহম্মদ আলাউদ্দিন বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। এসে সব শুনে প্রতিবাদ করি। যে কেউ এলাকায় প্রচার করতেই পারেন। কিন্তু কারও বাড়িতে ঢুকবেন কেন ? বিজেপি প্রার্থী বাথরুমের নাম করে বধূর শরীরে হাত দেয়। পরে জানার পর প্রতিবাদ করতেই তার দেহরক্ষীরা আমাকে মারধর করে। পোশাক ছিঁড়ে দেয়।’ প্রার্থীকে পাল্টা মারধরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজেপি প্রার্থী সঙ্গে করে সাত-আটজন দেহরক্ষী নিয়ে ঘোরেন । সাধারণ মানুষ তার কাছে পৌঁছাতেই পারেন না। ফলে তাকে মারধরের মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। মহিলার সঙ্গে অভব্য আচরণ ঢাকতে নিজেরাই পোশাক ছিঁড়ে মারধরের মিথ্যে নাটক করছে বিজেপি ।’ এদিকে ঠিক ভোটের আগেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।