জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল,১৯ এপ্রিল : রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী, রাজ্য নেতা ভি শিবদাসন দাসু সহ জেলার সমস্ত নেতাদের পাশে বসিয়ে ১৯ শে এপ্রিল জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন,’আমার উপর আস্থা রেখে মমতা ব্যানার্জ্জী লোকসভা উপনির্বাচনে আমাকে পাঠিয়েছিলেন। আমি তিন লক্ষাধিক ভোটে জয়ী হয়েছিলাম। এবারও তিনি আমার উপর আস্থা রেখে সবার প্রথম প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করেছেন। এর জন্য আমি আমার সহকর্মীদের কাছে কৃতজ্ঞ।’
‘গ্যারান্টি’ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে তিনি বলেন,’আমার বন্ধু নরেন্দ্র মোদিজি আগের দেওয়া কোনো প্রতিশ্রুতিই পূরণ করতে পারেননি। আবার নতুন করে প্রতিশ্রুতি দিয়ে বলছেন ‘মোদি কা গ্যারান্টি’। সাধারণ মানুষ জানতে চায় – এটা কিসের গ্যারান্টি! যতই বিজেপি ‘নাড়া’ লাগাক সবচেয়ে বড় দূর্নীতিগ্রস্থ ও জুমলা দলের ৪০০ পারে’র স্বপ্ন পূরণ হবে না বলে দাবি করেন তিনি। তার আশা খুব বেশি হলে বিজেপি ১৫০ থেকে ১৭৫ টি আসন পেতে পারে ।’
তিনি আরও বলেন,’মোদি সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে না। দিনের পর দিন পেট্রোলের মূল্যবৃদ্ধি হচ্ছে, বেকারত্ব বাড়ছে, জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। এসব নিয়ে মোদি সরকার নীরব। শুধু তিনি ভাষণে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অপমানজনক কথা বলছেন। মমতা দিদিকে অপমানজনক কথাবার্তা বলার জবাব বাংলার মানুষ আগেও দিয়েছে, এবারও দেবে।’
শত্রুঘ্ন সিনহা বলেন,’নির্বাচনী বন্ড কেলেঙ্কারি কেবল এই দেশেরই নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি। এটা আমরা বলছি না, দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামীও এই কথা বলেছেন। তার প্রশ্ন – এরপরেও মোদি কী করে অন্যদের দুর্নীতিবাজ বলেন?’