এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৩ জুন : বিজেপির এক নেতাকে প্রকাশ্যে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল বীরভূম জেলা । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার অন্তর্গত নবসন গ্রামে । মৃতের নাম মিঠুন বাগদী । তিনি খয়রাশোল ব্লকের বিজেপির এ-এণ্ডলীর বুথ সহ-সভাপতি ছিলেন । জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাঁদের নেতাকে খুন হতে হয়েছে । অন্যদিকে তৃণমূলের দাবি,এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই । ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানিয়েছেন, খুনের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে । খুনের কারন অনুসন্ধান করছে কাঁকড়তলা থানার পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে নবসন গ্রাম থেকে প্রায় একশ মিটার দূরে বাইকের ধাক্কায় মৃত্যু হয় ওই গ্রামের বাসিন্দা রাজু বাগদী(২৭) নামে এক যুবকের । ওই ঘটনায় বাইক চালক মিঠুন বাগদীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার । অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে আদালতে তুললে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । তারপর তিন মাস ধরে জেল হেফাজতে কাটানোর পর শনিবার জামিনে ছাড়া পান মিঠুন বাগদী ।
অভিযোগ, তিনি গ্রামে ফিরতেই মৃত রাজু বাগদীর পরিবারের লোকেরা তাঁকে ধরে বেধড়ক মারধর করে । খবর পেয়ে কাঁকড়তলা থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন ।
বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার অভিযোগ ‘মিথ্যা অভিযোগে তিন মাস জেল খেটেছেন মিঠুন । শনিবার উনি বাড়ি ফিরতেই পিটিয়ে খুন করা হল । রাজনৈতিক প্রতিহিংসার জেরে আমরা আমাদের দলের এক সক্রীয় কর্মীকে হারালাম । ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই ।’ যদিও তৃণমূলের জেলার সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়ের দাবি,এই ঘটিনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ।।