এইদিন ওয়েব ডেস্ক,কালনা,১২ নভেম্বর ঃ দলের রাজ্য সভাপতির উপর হামলার প্রতিবাদে কালনায় পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি । মঙ্গলবার বিজেপির পুর্ব বর্ধমানের সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষের নেতৃত্বে কালনার তেঁতুলতলা মোড়ে কাটোয়া-কালনা রোড অবরোধ করে রাখে শতাধিক বিজেপি কর্মী ও সমর্থকরা । দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চলে তুমুল বিক্ষোভ প্রদর্শন । শেষে সাধারন মানুষের অসুবিধার কথা ভেবে অবরোধ তুলে নেওয়া হয় ।
এদিন আলিপুরদুয়ারের জগাঁর খোকলা বস্তিতে দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । জগাঁর সুমসুমি বাজার এলাকায় দিলীপবাবুর কনভয় আসতেই তৃনমুল কর্মীরা কালো পতাকা দেখানোর পাশাপাশি ইঁটপাটকেল ছোড়ে বলে অভিযোগ । এর ফলে দিলীপবাবুর গাড়িসহ তিনটি গাড়ির কাঁচ ভেঙে যায় বলে খবর । এই ঘটনার প্রতিবাদে এদিন রাজ্য জুড়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে । জেলার অনান্য জায়গার পাশাপাশি বিজেপির পুর্ব বর্ধমান জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের নেতৃত্বে এদিন বিকেলে কালনা বিধানসভা এলাকার তেঁতুলতলা মোড়ে কাটোয়া-কালনা রোড অবরোধ করেন ক্ষিপ্ত বিজেপি কর্মীরা । পরে একই জায়গায় পথসভা করা হয় ।
কৃষ্ণ ঘোষ বলেন, “শুধু দিলীপ ঘোষের উপর হামলা নয়,রাজ্যের যে সমস্ত মানুষ নিরপেক্ষভাবে চলতে চান তাঁদের সকলের উপর আজ হামলা হচ্ছে ।” এরপর তিনি সাধারন মানুষের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “২০২১ শে তৃনমুলকে উচ্ছেদ করে সোনার বাংলা গড়তে আপনারা সকলে এগিয়ে আসুন।”
কালনায় দলীয় কর্মীদের সঙ্গে পথ অবরোধ কর্মসুচীতে যাওয়ার আগে এদিন সকালে নিজের গ্রাম কাটোয়া থানার অগ্রদ্বীপের বেশ কিছু ক্লাবের কচিকাঁচাদের হাতে ফুটবল ও নতুন জার্সি তুলে দেন কৃষ্ণবাবু । কৃষ্ণবাবুর কথায়, “ছোটদের মধ্যে খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন ।”