প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০২জুলাই : পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী সহ দুই বিজেপি নেতা। তাঁদের মারধোরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে । শনিবার সন্ধ্যা ৬ টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাড়াতল ১ গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর গ্রামে । আক্রান্ত পড়াতল-১ পঞ্চায়েতের ১৩৫ নম্বর বুথের বিজেপি প্রার্থীর নাম নীলকমল ভট্টাচার্য্য । অপর আক্রান্ত দুই বিজেপি নেতার নাম মৃন্ময় কোলে ও সৌমেন বাগ। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে আক্রান্তরা রাতে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন । এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে কেউ গ্রেপ্তার বা আটক হয়নি।
আক্রান্ত বিজেপি প্রার্থী নীলকমল ভট্টাচার্য্য জানিয়েছেন, এদিন বিকালে তিনি এবং জেলাপরিষদে প্রতিদ্বন্দী বিজেপি প্রার্থী টুম্পা ঢল প্রচারে বের হন । সঙ্গে ছিলেন দলের এলাকার দুই নেতা মৃন্ময় কোলে ও সৌমেন বাগ সহ কয়েকজন কর্মী।বসন্তপুর গ্রামে বাড়ি বাড়ি প্রচার শেষ করে সন্ধ্যা ৬টা নাগাদ সবাই ফিরে আসছিলেন। ওই সময় তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা পথ আটকে তাঁদের উপর চড়াও হয় । মৃন্ময় বলেন,তৃণমূলের দুস্কৃতিরা
রড় , লাঠি দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয়।
মৃন্ময় ও সৌমেনকেও ব্যাপক মারধোর করে । অন্য পথ দিয়ে বাড়ি যাচ্ছিলেন বলে আক্রমণকারীদের হাত থেকে রক্ষা পেয়ে যান জেলাপরিষদে প্রতিদ্বন্দি বিজেপি প্রার্থী টুম্পা ঢল ।
ব্লকের বিজেপি নেতা সূভাষ কোলে বলেন,
তৃণমূলের নেতারা বুঝে গিয়েছে ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে।তাই ওরা সন্ত্রাস করে পঞ্চায়েত ভোট করানোর পথ বেছে নিয়েছে।যেখানেই বিজেপি প্রার্থীরা প্রচারে বের হচ্ছে সেখানেই তৃণমূলের দুস্কৃতিরা বিজেপি প্রার্থীদের আক্রমণ করছে। এদিন জামালপুরের বসন্তপুর গ্রামে আমাদের দলের প্রার্থী নীলকমল ভট্টাচার্য্য তৃণমূলের হামলায় জখম হল । পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ব্যবস্থা না নিলে
বিজেপি বৃত্তর আন্দোলনে নামবে বলে সুভাষ কোলে হুঁশিয়ারি দিয়েছেন ।
জামালপুর ব্লক তৃণমূলের সভাপতি মেহেমুদ খাঁন বলেন,এমন ঘটনার বিষয়ে কিছু জানা নেই । খোঁজ নিয়ে দেখবো। তবে জামালপুরে বিজেপির সীমাহীন গোষ্ঠীদ্বন্দ চলছে। নিজেদের মধ্যে হওয়া মারপিটের ঘটনার দায় বিজেপি নেতারা তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছে কিনা সেটাও খোঁজ নিয়ে দেখতে হবে বলে মেহেমুদ খাঁন মন্তব্য করেন ।।