এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ নভেম্বর : আগামী ২৯ তারিখে কলকাতার ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার জন্য পুলিশের কাছে আবেদন চেয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব । কিন্তু পুলিশ সেই সভার অনুমতি দেয়নি বলে অভিযোগ । শেষ পর্যন্ত রাজ্য বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে । আজ সোমবার দুপুর ২ টো নাগাদ এই বিষয়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানি হবে বলে জানা গেছে ।
প্রসঙ্গত,সাম্প্রতিক সময়ে বিজেপির সভার অনুমতি দেওয়া নিয়ে রাজ্য পুলিশকে টালবাহানা করতে দেখা গেছে । যেকারণে পূর্ব ঘোষিত একাধিক সভা বাতিল পর্যন্ত করতে হয়েছে বলে অভিযোগ বিজেপির । বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচিতে পুলিশ অনুমতি না দেওয়ায় বাতিল করে দেওয়া হয় । শেষ পর্যন্ত আদালতের অনুমতিতে কিছু সভা করেন শুভেন্দু । গত সপ্তাহেও ফের তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে অভিযোগ তুলেছিলেন যে তাঁকে কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না এবং সংসদীয় কাজকর্মে বাধা দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন । এমতবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় কলকাতা পুলিশ অনুমতি না দেওয়ায় চরম ক্ষুব্ধ রাজ্য বিজেপি নেতৃত্ব ।।