এইদিন ওয়েবডেস্ক কলকাতা,২৪ মার্চ : দ্বিতীয় দফায় ১৯ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি৷ বর্ধমান-দূর্গাপুর আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করার বিষয়ে কয়েকদিন ধরে জল্পনা চলছিল । অবশেষে সেই জল্পনাই সত্যি হল । বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব অরূন সিং য়ের স্বাক্ষরিত ১৯ জনের নামের তালিকায় সবশেষে বর্ধমান-দুর্গাপুরের প্রার্থীর স্থানে দিলিপ ঘোষের নাম রয়েছে । অন্যদিকে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর দাবিকে সত্যি প্রমানিত করে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে । সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়কে প্রার্থী করা হয়েছে কলকাতা উত্তর কেন্দ্রে ।
বাকি ১৬ টি লোকসভা আসনের মধ্যে জলপাইগুড়ি- ডঃ জয়ন্ত রায়,দার্জিলিং-রাজু বিষ্ট, রায়গঞ্জ-কার্তিক পাল, জঙ্গীপুর : ধনঞ্জয় ঘোষ,কৃষ্ণনগর- অমৃতা রায়, ব্যারাকপুর -অর্জুন সিং, দমদম -শিলভদ্র দত্ত,বারাসত – স্বপন মিজুমদার, বসিরহাট – রেখা পাত্র, মথুরাপুর -অশোক পুরকাইত, কলকাতা দক্ষিণ -দেবশ্রী চৌধুরী, উলুবেড়িয়া – অরূন উদয় পাল চৌধুরী, শ্রীরামপুর-কবীর শঙ্কর বোস, আরামবাগ – অরূপ কান্তি দীগর, মেদিনীপুর -অগ্নিমিত্রা পাল এবং বর্ধমান পূর্ব -অসীম কুমার সরকার ।।