এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১১ মে : কিছু কিছু ভোট পরবর্তী সমীক্ষায় কংগ্রেসকে এগিয়ে রাখলেও ত্রিশঙ্কু বিধানসভার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে । কারন ওই সমস্ত সমীক্ষার দেখা গেছে কংগ্রেস ম্যাজিক ফিগার ১১৩-এর খুব একটা বেশি আসন পেতে সক্ষম হবে না । ফলে ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনার কথা মাথায় রেখে রাজ্যের দুই যুযুধান দল- বিজেপি ও কংগ্রেস এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে । বিজেপি নেতারা সংবাদ সংস্থা আইএএনএসকে বলেছেন যে সরকার গঠনের জন্য যদি তাদের সংখ্যাগরিষ্ঠতার অভাব হয় তাহলে তারা কংগ্রেস এবং জেডি (এস) থেকে নির্বাচিত বিধায়কদের আনার চেষ্টা করবেন ।
এদিকে কংগ্রেস নেতা হরিপ্রসাদ বলেছেন,কর্ণাটকের কংগ্রেস আর সেই পুরনো কংগ্রেস নেই। আমরা এখন বুঝতে শিখেছি, তাই আমাদের বিধায়কদের ভাঙানো অত সহজ হবে না ।’ প্রবীণ কংগ্রেস নেতা ডিকে শিবকুমার এবং সিদ্দারামাইয়া মিলে প্রতিনিয়ত এআইসিসি সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি ভেনুগোপাল সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছেন বলে তিনি জানান।
এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি(এস) নেতা কুমারস্বামী বলেছেন যে তাঁর দলের বিধায়কদের একত্রে রাখা হবে এবং তিনিই মুখ্যমন্ত্রী হবেন । তাঁর মতে, দলের অভ্যন্তরীণ কিছু সমস্যা না থাকলে এক্সিট পোলগুলির পূর্বাভাসের চেয়ে বেশি আসন জিততে পারত জেডি(এস) । তবে শক্তিশালী লিঙ্গায়ত নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদিকে বিজেপি থেকে নিজেদের দিকে টানায় কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় রয়েছে কংগ্রেস । এখন ১৩ মে জানা যাবে কোন দলের প্রতি ভরসা রেখেছে কর্ণাটকের ভোটাররা ।।