এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৩ নভেম্বর : আজ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভার ভোটগননা চলছে । প্রাথমিক গননায় মহারাষ্ট্রে বিজেপির জোটের ক্ষমতায় ফেরা শুধু সময়ের অপেক্ষা । যেখানে ঝাড়খণ্ডে বিজেপিকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ফেলেছে জেএমএম । পাশাপাশি উত্তরপ্রদেশ,পশ্চিমবঙ্গ এবং কেরালায় উপনির্বাচনের ভোট গননা হচ্ছে আজ । প্রাথমিক প্রবনতায় উত্তরপ্রদেশের গেরুয়া ঝড় অব্যাহত থাকলেও বাংলায় বিজেপি পিছিয়ে ।
মহারাষ্ট্রের ২৮৮ টি আসনের মধ্যে বিজেপির জোড় ২১৩ টি তে এগিয়ে আছে। তারমধ্যে বিজেপি একাই একশো কুড়িটি আসনে লিড করছে৷ অন্যদিকে ঝাড়খন্ডের ৮১ টি আসনের মধ্যে বিজেপির জোট ৩৫ টি আসনে এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চা কংগ্রেস জোট ৪৩ টি আসনে এগিয়ে আছে ।
উপনির্বাচনের ফলাফলের নিরিখে উত্তরপ্রদেশের নটি বিধানসভার আসনের মধ্যে ৭ টিতে এগিয়ে আছে বিজেপি । যেখানে সমাজবাদী পাঠিয়েছে দুটি আসনে । কেরালায় বায়নাড আসনে এগিয়ে আছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা । পাশাপাশি পশ্চিমবঙ্গের ছটি আসনে উপনির্বাচনের ভোট গণনা হচ্ছে আজ । আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের সিতাই, বাঁকুড়ার তালডাংরা, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, উত্তর ২৪ পরগয়ার হাড়োয়া এবং নৈহাটি- এই ৬টি বিধানসভা আসনে ব্যালট পেপার গণনার ফলাফল তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে । ইভিএম (EVM) গণনাতেও প্রাথমিক প্রবণতায় বিজেপির জন্য ভালো খবর নেই । ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই ছটি আসনের মধ্যে পাঁচটিই ছিল তৃণমূলের দখলে। আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনটিতে জিতেছিল বিজেপি। কিন্তু উপনির্বাচনের প্রাথমিক গণনায় বিপুল ভোটে এগিয়ে আছে তৃণমূল প্রার্থী । রাজ্যের শাসকদল আশাবাদী যে ছয়টি বিধানসভা আসনই তারা নিজেদের দখলে রাখতে পারবে ।।