এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২৩ আগস্ট : ফের পূর্ব মেদিনীপুর জেলার দুই সমবায়ের দখল নিল বিজেপি । গতকাল এগরা-২ নম্বর ব্লকের বাসুদেবপুর উত্তরবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর পরিচালক মণ্ডলী’র নির্বাচনে ৯-০ আসনে তৃণমূলকে পরাজিত করেছিল বিজেপি ৷ আজ খেজুরী ২ নম্বর ব্লকের মুণ্ডমারী-কার্তিকখালী- গড়রং সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ-এর পরিচালক মন্ডলীর নির্বাচনে ৮-১ এ জয়ী হয়েছে গেরুয়া শিবির ।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ শনিবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’খেজুরী বিধানসভার খেজুরী ২ নম্বর ব্লকের মুণ্ডমারী-কার্তিকখালী-গড়রং সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ-এর পরিচালক মন্ডলীর নির্বাচনে ৮-১ ফলাফলে চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন। রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই।’
গতকাল শুক্রবার তিনি জানান,এগরা বিধানসভায় এগরা ২নং ব্লকের বাসুদেবপুর উত্তরবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর পরিচালক মণ্ডলী’র নির্বাচনে ৯-০ ফলাফলে চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন। রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই।।

