এইদিন ওয়েবডেস্ক,নুহ(হরিয়ানা),১৬ আগস্ট : হরিয়ানার নুহ জেলায় সাম্প্রদায়িক হিংসা মামলায় গোরক্ষক বিট্টু বজরঙ্গী ওরফে রাজকুমারকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ ।পুলিশ জানিয়েছে যে তাওডুর অপরাধ তদন্ত শাখার দল প্রথমে ফরিদাবাদ থেকে গোরক্ষ বজরং ফোর্স নামে একটি সংগঠনের সভাপতি বজরঙ্গীকে আটক করে এবং তারপর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় । সহকারী পুলিশ সুপার (এএসপি) ঊষা কুন্ডুর দায়ের করা একটি নতুন এফআইআরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে । গ্রেফতারির পর নূহের সদর থানায় বিট্টু বজরঙ্গীকে জিজ্ঞাসাবাদ করা হয় ।
নুহ পুলিশের একজন মুখপাত্র বলেছেন যে বিট্টু বজরঙ্গীকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার তাকে সিটি কোর্টে পেশ করা হবে । বজরঙ্গীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৮,১৪৯,৩২৩, ৩৫৩,১৮৬,৩৯৫,৩৯৭, ৫০৬ অস্ত্র আইনের ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
নূহতে বিশ্ব হিন্দু পরিষদের জলাভিষেক শোভাযাত্রায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের হামলার পর উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । ওই ঘটনায় দুই হোমগার্ড ও একজন আলেমসহ ছয়জন নিহত হন । পুলিশ জানিয়েছে,এই ঘটনায় অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং সোশ্যাল মিডিয়াও পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বা বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হরিয়ানার পরিবহন মন্ত্রী মুলচাঁদ শর্মা মঙ্গলবার নূহের নলহারেশ্বর শিবের জলাভিষেক করেন, ওই মন্দিরেই গত ৩১ জুলাই সংঘর্ষের পরে দু’হাজারের অধিক পূণ্যার্থী আটকা পড়েছিলেন । শর্মা বলেন,’আমাদের সরকার সবসময় পারস্পরিক ভ্রাতৃত্বের বার্তা দেয়। সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ।’তিনি বলেন,’পুলিশ ও প্রশাসন একসঙ্গে কাজ করছে। সরকারের তরফ থেকে স্পষ্ট নির্দেশ রয়েছে যে সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
বিট্টু বজরঙ্গীর বিরুদ্ধে অভিযোগ, হিংসার সময় তিনি প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করেছিলেন । সেই সঙ্গে তিনি পুলিশের গাড়ি থেকে অস্ত্র ছিনিয়ে নেন এবং পুলিশকে হুমকিও দেন বলে অভিযোগ।
এএসপি কুন্ডু অস্ত্রগুলো বাজেয়াপ্ত করেছেন । এর আগে বজরঙ্গীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উত্তেজক বক্তব্য পোস্ট করার অভিযোগ ওঠে ।।