দশ মাস দশ দিন যখন কৃষ্ণগহ্বরের মাঝে লড়াই চলে,
কবির ভাষায় “থাকব নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে”…
পৃথিবীর আলোর মুখ দর্শন বেরিয়ে আসার উন্মাদনায় সময়ের প্রতীক্ষা আর লড়াই
যেন যুদ্ধের মহড়ায় প্রস্তুতি নেওয়া সর্বতোভাবে।
ভূমিষ্ঠ হয়ে আলোর সকাশে এসে ধীরে ধীরে …
হাঁটি হাঁটি পা পা করে নিজের পায়ে দাঁড়াবার যোগ্যতা অর্জন
আলোর মেলায় নিজেকে ছড়িয়ে দিয়ে মুক্তির শ্বাস।
তবে কেন আজ সমাজের অন্ধকারের গলিতে মুখ লুকিয়ে ফেলে আলোর থেকে দূরে সরে যায়?
কোথায় গেল জন্মের আগের সেই আকুতি?
আলোময় পৃথিবীর বুকে দেখি আঁধারের সন্ত্রাস।
কেন ঢলে পড়ছি সেই অন্ধকারের মাঝে…
দর্শন,চিন্তন,মনন সবকিছু যেন কালো ধোঁয়ার দূষণে বিপর্যস্ত
কেন আমরা ভুলের পিছনে ছুটছি?
কেন আলো থেকে অন্ধকার বেছে নিচ্ছি?
ভুলটা কোথায় তাহলে? অন্দরের না বাহিরের?
অবশ্যই বর্হিজগতের সেই বিষাক্ত ছোবল…
আলোময় পৃথিবীতে ভালো থাকার ইচ্ছে আজ অবদমিত, নিজেকে ধরে রাখার কঠিন প্রয়াসে হেরে যাচ্ছে সবাই এই দুনিয়ায়,
ভাবতেও যেন অবাক লাগে।।