এইদিন স্পোর্টস নিউজ,১৪ জানুয়ারী : ইন্ডিয়া ওপেন ২০২৬ খেলতে এসে ভেন্যু নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডেনিশ ব্যাডমিন্টন তারকা মিয়া ব্লিখফেল্ট। ব্যাডমিন্টনে বিশ্ব র্যাঙ্কিংয়ে ২০ নম্বরে থাকা ব্লিখফেল্ট জানিয়েছেন, ভারতে কোর্টের পরিবেশ অত্যন্ত নোংরা এবং অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারেন! এর আগে ২০২৫ ইন্ডিয়া ওপেনে সুপার ৭৫০ ইভেন্ট চলাকালেও অসুস্থ হয়ে পড়েছিলেন এই ডেনিশ তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি জানান, ভারতে এসে টানা দুই বছরই তিনি অসুস্থ হয়েছেন। এর আগের বছর তিনি কোর্টে পাখির বিষ্ঠা পড়ে থাকা ও চারদিকে ময়লা থাকার বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছিলেন।
গতকাল মঙ্গলবার চায়নিজ তাইপের চিউ পিন- চিয়ানের বিপক্ষে নারী এককের প্রথম রাউন্ডে জেতেন ব্লিখফেল্ট। আগের বারের তুলনায় এবার পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, ম্যাচ শেষে এমন প্রশ্ন করা হলে এই ডেনিশ তারকা জবাবে তিনি আবারও খেলার অনুপযুক্ত পরিবেশের অভিযোগ তুলে নিজের অসন্তোষ প্রকাশ করেন।
ব্লিখফেল্ট বলেন, ‘গত বছর আমি পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছিলাম। কারণ এটি খেলোয়াড়দের জন্য মোটেও উপযুক্ত নয়। আমাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এটার অর্থ হচ্ছে, পরের সপ্তাহে টুর্নামেন্টে আমরা অনেকেই খেলতে পারব না। সবাই নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। এটা তারাও জানে যে, এই (ভেন্যু) বিষয়গুলোর উন্নতি হওয়া দরকার। কারণ (ভেন্যুতে) পাখি থাকা, কোর্টের ফ্লোরে পাখির বিষ্ঠা পড়ে থাকা- এমন জায়গায় খেলোয়াড়দের থাকা মোটেও ভালো নয়। এ বছর যাতে অসুস্থ না হই, সেজন্য আমি নিজের রুমেই খাওয়া দাওয়া করছি।’
ডেনমার্কের এই ব্যাডমিন্টন তারকা আরও বলেন, ‘সত্যি বলতে, আমার মনে হয় পরিবেশ আরও ভালো হতে পারত। তবে আমি নিশ্চিত যে, ভারতীয় অ্যাসোসিয়েশনের যারা এর সঙ্গে জড়িত এবং এখানে থাকা স্বেচ্ছাসেবকেরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন। আমি আশা করছি, গ্রীষ্মে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময় পরিস্থিতি আরও ভালো হবে।’
চলতি বছর ইন্ডিয়া ওপেনের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে। আগস্টে হতে যাওয়া বিএফডাব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ভেন্যুও এটাই।
অন্যদিকে ভারতের সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইন্ডিয়া ওপেন গত বছর পর্যন্ত আয়োজিত হতো পাশের কেডি জাদভ ইনডোর হলে। এবার অবশ্য সেটি অনুশীলন ও ওয়ার্ম আপ ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে।
হিন্দুস্থান টাইমস বলেছে, ব্লিখফেল্ট যে অভিযোগগুলো তুলেছেন, সেগুলো অনুশীলন ভেন্যু কেডি জাদভের প্রসঙ্গে। মূল আয়োজনের ভেন্যু ইন্দিরা গান্ধী নিয়ে নয়। ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনও (বিএআই) একই দাবি করেছে।বিএআইয়ের সাধারণ সম্পাদক সঞ্জয় মিশ্র এক বিবৃতিতে বলেছেন, ‘মিয়া (ব্লিখফেল্টের) খেলার পরিবেশ ও তাঁর ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত সংবেদনশীলতার প্রেক্ষাপটে অমন মন্তব্য করেছেন। ইন্ডিয়া ওপেনের মূল খেলার ভেন্যু নিয়ে নয়। তিনি স্পষ্টভাবে বলেছেন, প্রতিযোগিতার মূল ভেন্যুটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। ওয়ার্ম-আপ এরিয়া নিয়ে তাঁর মন্তব্যের ক্ষেত্রে উল্লেখ করা জরুরি যে, তিনি কেডি জাধব স্টেডিয়ামের কথাই বলেছেন। যেটি শুধু প্রশিক্ষণ ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে, মূল ভেন্যু নয়।’
তিনি আরও বলেছেন, ‘যেহেতু তিনি ধুলো ও পরিবেশগত বিষয়ে সংবেদনশীল, একজন খেলোয়াড় তিনি শুধু নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি শুধু উল্লেখ করেছেন যে, কীভাবে কখনো কখনো এসব পরিস্থিতি তাঁর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। মূল খেলার ভেন্যুটি পরিষ্কার, ময়লামুক্ত এবং কবুতরমুক্ত রাখা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন খেলোয়াড় ভেন্যুর পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।’।

